দশ বছরে ICC ক্রিকেটকে শেষ করে দিয়েছে: শোয়েব আখতার

আইসিসি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে। গত দশ বছর ধরে ওরা এই কাজটা করে আসছে। যেমনটা চেয়েছিল তেমনটাই করেছে আইসিসি।

Updated By: May 27, 2020, 12:56 PM IST
দশ বছরে ICC ক্রিকেটকে শেষ করে দিয়েছে: শোয়েব আখতার

নিজস্ব প্রতিবেদন: এবার আরও বিধ্বংসী বাউন্সার ছাড়লেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তার আবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র বিরুদ্ধে তোপ দাগলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। গত দশবছরে নাকি ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে আইসিসি-এমনই গুরুতর অভিযোগ শোয়েব আখতারের।

সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে এক সাক্ষাত্কারে শোযেব আখতার স্পষ্ট জানান, " আইসিসি এমন কিছু 'প্লেয়িং কন্ডিশন' দিয়েছে যাতে ক্রিকেটটাই শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। ক্রিকেট ক্রমশ ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে। "

এরপরেই শোয়েব আখতার বলেন, "একটা কথা বলতে পারি কি? আইসিসি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে। গত দশ বছর ধরে ওরা এই কাজটা করে আসছে। যেমনটা চেয়েছিল তেমনটাই করেছে আইসিসি। আমার তো মনে হয় ওভার পিছু বাউন্সারের সংখ্যা বাড়ানো উচিত্। যখন দুটো নতুন বলে খেলা হয় এখন ওয়ানডে। ৩০ গজ বৃত্তের বাইরে মোটে চার জন ফিল্ডার থাকে! আইসিসিকে দয়া করে জিজ্ঞেস করো , গত দশ বছরে ক্রিকেটের মান বেড়েছে না কমেছে? সেই সচিন বনাম শোয়েবের লড়াই কোথায়? "

 

আরও পড়ুন - করোনা আতঙ্কের মাঝেই অনুশীলনে ফিরল ক্যারিবিয়ান টেস্ট দল

.