ICC World Cup 2019: উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্বে তিন বিশ্বকাপজয়ী
বিশ্বকাপে ভারতের একমাত্র প্রতিনিধি সুন্দরম রবি।
নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব যাঁরা সামলাবেন, সেই ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের তালিকা ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বিশ্বের সেরা ২২ জন ম্যাচ অফিসিয়াল এবার বিশ্বকাপের দায়িত্ব সামলাবেন। যার মধ্যে ১৬ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি রয়েছেন। বিশ্বকাপে ভারতের একমাত্র প্রতিনিধি সুন্দরম রবি। সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন সেটা অবশ্য ঠিক হবে লিগ পর্ব শেষে।
৩০ মে ওভালে ২০১৯ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ওভালের সেই পরিচালনার দায়িত্বে তিন প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা রয়েছেন। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন। অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা এবং ব্রুস ওক্সেনফোর্ড। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন পল রাফায়েল। আর চতুর্থ আম্পায়ারের দায়িত্বে জোয়েল উইলসন। ১৯৮৭ সালে অ্যালান বর্ডারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন ডেভিড বুন। ১৯৯৬ সালে অর্জুন রনতুঙ্গার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। আর ১৯৯৯ সালে স্টিভ ওয়ার নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন পল রাফায়েল।
বিশ্বকাপে ম্যাচ রেফারি : ক্রিস ব্রড, ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফ্ট, জেফ ক্রো, রঞ্জন মদুগালে, রিচি রিচার্ডসন।
বিশ্বকাপে আম্পায়ার : আলিম দার, কুমার ধর্মসেনা, মরিস এরাসমাস, ক্রিস গাফানে, ইয়ান গোল্ড, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবরো, নাইজেল লং, ব্রুস ওক্সেনফোর্ড, সুন্দরম রবি, পল রাফায়েল, রড টাকার, জোয়েল ইউলসন, মাইকেল গঘ, রুচিরা পল্লিয়াগুরুজে, পল উইলসন।
রঞ্জন মদুগালেই সবচেয়ে অভিজ্ঞ ম্যাচ রেফারি। এটি তাঁরক ষষ্ঠ বিশ্বকাপ। ম্যাচ রেফারি ক্রিস ব্রড ও জেফ ক্রো-র চতুর্থ বিশ্বকাপ। আম্পায়ার আলিম দার পঞ্চম বিশব্কাপে আম্পায়ারিং করবেন। অন্যদিকে ইয়ান গোল্ড বিশ্বকাপের পরই অবসর নেবেন বলে জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন - আসছে মেয়েদের আইপিএল, দল ও সূচি ঘোষণা করল বিসিসিআই