ICC World Cup 2019: চোট চিন্তা এবার ইংরেজ শিবিরে! চোট পেলেন ইংল্যান্ড অধিনায়ক
শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামার আগে শুক্রবার অনুশীলনে বাঁ হাতের তর্জনীতে চোট পান ইংল্যান্ড অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপ শুরুর আগে চোট নিয়ে চিন্তা নিউ জিল্যান্ড থেকে শ্রীলঙ্কা শিবিরে। সেই তালিকায় এবার ঢুকে পড়ল আয়োজক ইংল্যান্ডও। বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৬ দিন। তার আগেই চোটের কবলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান৷ শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামার আগে শুক্রবার অনুশীলনে বাঁ হাতের তর্জনীতে চোট পান ইংল্যান্ড অধিনায়ক।
শুক্রবার সকালে অনুশীলনের সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে চোট পান মর্গ্যান৷ এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ড অধিনায়ককে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে মর্গ্যানের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মর্গ্যানের এক্স-রে হবে, তার রিপোর্ট হাতে পেলেই চোট কতটা গুরুতর তা জানা যাবে।
Worrying news for England fans with less than a week to go to #CWC19. https://t.co/85N5uCGrqc
— Cricket World Cup (@cricketworldcup) May 24, 2019
আয়োজক ইংল্যান্ড এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও মিডল-অর্ডারে দলের অন্যতম ভরসা মর্গ্যান৷ মর্গ্যানের চোটে চিন্তা বাড়ল ইংরেজদের।
আরও পড়ুন - ICC World Cup 2019: ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নেমে বিপত্তি! স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন শ্রীলঙ্কার ওপেনার