ICC World Cup 2019: দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হার অস্ট্রেলিয়ার, সেমি ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে নিউ জিল্যান্ড
বার্মিংহামে দ্বিতীয় সেমি ফাইনালে ইংল্যান্ডের সামনে অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদন: ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি(১২২) ও কিপার অ্যালেক্স কারের ৮৫ রান বাঁচাতে পারল না অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকার ৩২৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৩১৫ রানেই শেষ হয়ে গেল অজিরা।
আরও পড়ুন-কাটমানির অভিযোগে তৃণমূলি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূলই
বিশ্বকাপের লিগ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শেষ করল অস্ট্রেলিয়া। ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে ভারত। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে শেষ করল নিউ জিল্যান্ড। এর ফলে মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে সে প্রথম সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি বিরাট বাহিনী। অন্যাদিকে বার্মিংহামে দ্বিতীয় সেমি ফাইনালে ইংল্যান্ডের সামনে অস্ট্রেলিয়া।
See all of South Africa's wickets as @OfficialCSA finish on a high by defeating the world champions in Manchester.#ProteaFire | #CWC19 pic.twitter.com/kRxbRbeLkL
— ICC (@ICC) July 6, 2019
আরও পড়ুন-পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের যাবতীয় কারণ মজুত রয়েছে, কিন্তু.... বললেন বাবুল
দক্ষিণ আফ্রিকার জয়ের মূল কারিগর কাগিসে রাবাদা। ৫৬ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বোতলে পুরে ফেলেন তিনি। ৩২৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্রা ৫ রানে ফিরে যান অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ। এরপর একে একে ফিরে যান স্টিভ স্মিথ, মারকাস স্টোইনিস(২২), গ্লেন ম্যাক্সওয়েল(১২)। ওয়ার্নার একটা চেষ্টা করলেও তাঁর পাশে দাঁড়াবার মতো কাউকে পাওয়া যায়নি। ৪০ তম ওভারে ওয়ার্নার পড়ে যেতেই জেতার আশা শেষ হয়ে যায় অজিদের।
অন্যদিকে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২৫ রান করে। মাত্র ৯৪ রানে শতরান করে দলকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়ে দেন ডুপ্লেসি। তাঁর সঙ্গে ৯৭ বলে ৯৫ রান করেন রাসি।