টেস্টে ৪-০ ব্যবধানে উড়ে যাবে ভারত! সতর্কবার্তা ক্লার্কের
ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজের ওপর টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ করবে
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ওয়ান ডে , টি-টোয়েন্টির পর ১৭ ডিসেম্বর থেকে শুরু চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজের ওপর টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ করবে বলেই মনে করেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে সাফল্য না পেলে টেস্টে ৪-০তে উড়ে যাবে ভারত।
স্কাই স্পোর্টস রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, " ওয়ান ডে ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচগুলোতে বিরাট কোহলি সামনে থেকে দলকে নেতৃত্ব দেবে। আমার মতে, দলে বিরাট ছন্দ তৈরি করবে সেটা প্রথম টেস্টের পর বড় ভূমিকা পালন করবে। আমার মনে হয় ভারত যদি ওয়ান ডে সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে সাফল্য না পায় তাহলে টেস্টে ওরা বড় বিপদের মুখে পড়তে পারে। ৪-০ ব্যবধানে উড়ে যাবে ভারত।"
একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পর অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলার পর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরবেন বিরাট কোহলি। একইসঙ্গে ক্লার্কের মতে, কোহলির পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া মহারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ।
আরও পড়ুন - রোহিত-ইশান্তের জন্য অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিন নীতি শিথিল করার অনুরোধ বিসিসিআইয়ের