Ishan Kishan, IND vs AUS: প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়ার অনুভূতি জানালেন 'ডিনামাইট' ঈশান কিশান
টেস্ট দলে প্রথমবার সুযোগ পেলেও, ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার ৫০ ওভার ও টি-টোয়েন্টি দলে নিজের পরিচিতি গড়ে তুলেছেন ঈশান। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮টি ম্যাচে ২৯৮৫ রান করেছেন ঈশান। গড় ৩৮.৭৬।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ঋষভ পন্থের (Rishabh Pant) চোট তাঁর কাছে বড় সুযোগ এনে দিল। কোনা শ্রীকর ভরত (Kona Srikar Bharat) টেস্ট দলের জন্য প্রথম উইকেটকিপার হলেও, টিম ম্যানেজমেন্ট ঈশান কিশানের (Ishan Kishan) উপর ভরসা রেখেছে। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম দুই টেস্ট দলে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার-উইকেটকিপার। এমন সুযোগ পেয়ে আপ্লুত টিম ইন্ডিয়ার (Team India) এই তরুণ ক্রিকেটার। সেটাই সতীর্থ শুভমন গিলকে (Subhman Gill) জানালেন ঈশান। দুই তরুণের সেই আলাপচারিতা বিসিসিআই (BCCI) টুইটারে পোস্ট করেছে।
ঈশান বলেন, "টেস্ট দলে সুযোগ পেয়ে দারুণ খুশি। সাদা বলের ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও বাবা সবসময় বলতেন, 'টেস্ট ক্রিকেটই আসল। সেখানে পারফর্ম করাই হল আসল চ্যালেঞ্জের।' সেইজন্য টেস্ট দলের সুযোগ পেয়ে বাড়তি আনন্দ হচ্ছে। কারণ আমরা ছাড়া সাধারণ ক্রিকেটপ্রেমীরাও টেস্ট ক্রিকেট দেখতে ভালোবাসে।" এরপর তিনি ফের যোগ করেন, "দল ঘোষণা হওয়ার পর আমি বাবা-কে ফোন করেছিলাম। খবরটা শুনে বাবা খুবই উত্তেজিত ছিলেন। এবং আমাকে একইরকমভাবে পরিশ্রম করতে বলেছেন।"
টেস্ট দলে প্রথমবার সুযোগ পেলেও, ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার ৫০ ওভার ও টি-টোয়েন্টি দলে নিজের পরিচিতি গড়ে তুলেছেন ঈশান। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮টি ম্যাচে ২৯৮৫ রান করেছেন ঈশান। গড় ৩৮.৭৬। স্ট্রাইক রেট ৬৮.৯০। সঙ্গে রয়েছে ৬টি শতরান এবং ১৬টি অর্ধ শতরান। সর্বোচ্চ দিল্লির বিরুদ্ধে ৩৩৬ বলে ২৭৩ রান। সেই ইনিংসে ২১টি চার ও ১৪টি ছক্কা মেরেছিলেন 'ডিনামাইট'।
আরও পড়ুন: Shreyas Iyer, IND vs NZ: ফের ধাক্কা খেলেন রোহিত! এবার পিঠে চোট পেয়ে ছিটকে গেলেন শ্রেয়স
— BCCI (@BCCI) January 17, 2023
রঞ্জি ট্রফিতে লাল বলে খেলার অভিজ্ঞতা সম্পর্কে ঈশানের প্রতিক্রিয়া, "লাল বলের ক্রিকেটে আমার দারুণ অভিজ্ঞতা আছে। বল বেশি সুইং করে। দুই দলের তরফ থেকেই চলে স্লেজিংয়ের পালটা স্লেজিং। সোজা কথা বললে লাল বলের ক্রিকেটে চাপ অনেক কম থাকে। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত।"
এমন মন্তব্যের পর শুভমন তাঁর সতীর্থকে জিজ্ঞেস করেন, "সীমিত ওভারের ফরম্যাটে আপনি মারকুটে মেজাজে ব্যাট করেন। টেস্ট দলে সুযোগ পেলে সেই একই ধরনের মেজাজে ব্যাট করবেন?" ঈশানের জবাব ছিল, "সাদা বলের ক্রিকেটে আমি সাধারণত যে জায়গায় ব্যাট করার সুযোগ পাব, সেখানে অনেক মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করতে হবে। দলের প্রয়োজনে যদি ডিফেন্স করতে হয়, তাহলে আমি সেভাবে ব্যাট করব। কিন্তু দ্রুত রান তোলার সুযোগ থাকলে, সেটা হাতছাড়া করব না।"
৯ ফেব্রুয়ারি নাগপুর টেস্ট দিয়ে শুরু হবে এবারের বর্ডার-গাভাসকর ট্রফির লড়াই। পরের তিন টেস্ট দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে। সেই সিরিজে ঈশান সুযোগ পাবেন কিনা সেটাই দেখার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)