IND vs BAN: সাত বছর পর বাংলাদেশ সফরে যাচ্ছে রোহিতের টিম ইন্ডিয়া, দেখে নিন সূচি
IND vs BAN: তিনটি একদিনের ম্যাচ মীরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে আয়োজিত হবে। তারপর শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে জহুর আমেদ চৌধুরি স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে আয়োজিত হবে মীরপুরে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ সাত বছর পর আবার পদ্মা নদীর দেশে পা রাখতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। শেষবার ২০১৫ সালে বাংলাদেশ (Bangladesh) সফরে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। চলতি বছরের শেষে ফের একবার টাইগার্সদের মহড়া নিতে প্রতিবেশী দেশে যাবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। শাকিব আল হাসানদের (Shakib Al Hasan) বিরুদ্ধে গিয়ে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে ভারতীয় দল।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
জানানো হয়েছে, তিনটি একদিনের ম্যাচ মীরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে আয়োজিত হবে। তারপর শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে আয়োজিত হবে মীরপুরে।
আরও পড়ুন: Kapil Dev, T20 World Cup 2022: রোহিতদের কাপ জয়ের সম্ভাবনা কতটা? বিতর্কিত মন্তব্য করলেন কপিল দেব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'সম্প্রতি ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় দ্বৈরথ দুর্দান্ত কিছু ম্যাচ দেখেছে। বহু প্রতীক্ষিত এই সিরিজটির জন্য দুই দেশের ক্রিকেটভক্তরাই অপেক্ষা করে রয়েছেন। আমাদের সঙ্গে আলোচনা করে সূচি চূড়ান্ত করার জন্য বিসিসিআই-কে ধন্যবাদ জানাই। বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে রয়েছি।'
একদিনের সিরিজের সূচি:
প্রথম একদিনের ম্যাচ, ৪ ডিসেম্বর, মীরপুর
দ্বিতীয় একদিনের ম্যাচ, ৭ ডিসেম্বর, মীরপুর
তৃতীয় একদিনের ম্যাচ, ১০ ডিসেম্বর, মীরপুর
টেস্ট সিরিজের সূচি:
প্রথম টেস্ট ম্যাচ, ১৪-১৮ ডিসেম্বর, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট ম্যাচ, ২২-২৬ ডিসেম্বর, মীরপুর