IND vs PAK, SAFF Championship 2023: মেজাজ হারিয়ে অহেতুক লাল কার্ড দেখে কী সাফাই দিলেন ইগর স্টিমাচ?
প্রথমার্থের বিরতির ঠিক আগে। তখন ০-২ গোলে পিছিয়ে ছিল পাকিস্তান। ফলে গোল করার তাগিদ অনেক বেশি ছিল পাক ফুটবলারদের। ভারতের ডাগআউটের সামনে পাকিস্তানের ডিফেন্ডারের সঙ্গে লড়াইতে বলের নিয়ন্ত্রণ হারান প্রীতম কোটাল। পাকিস্তান থ্রো-ইন পায়। কিন্তু ইগর আবেদন করতে থাকেন ফাউলের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship 2023) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম্যাচে লাল কার্ড দেখেছেন ভারতের (India) কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) হেডস্যর টুইটারে ক্ষোভ উগরে দিয়ে দাবি করেছেন, তিনি যোদ্ধা। ভবিষ্যতে দরকার পড়লে আবারও তিনি এই কাজই করবেন। যদিও ভারতীয় দলের সহকারী কোচ মহেশ ঘাউলি (Mahesh Gawli) মনে করেন ইগর দোষী। তবে প্রাক্তন ডিফেন্ডারের মতে, ইগরের 'লঘু পাপে গুরু দণ্ড' হয়েছে।
ইগর স্টিমাচ লিখেছেন, 'ফুটবল পুরোটাই প্যাশনের। বিশেষ করে যখন দেশের জার্সি পরে ফুটবলাররা খেলতে নামে। ম্যাচের রাতে আমার কাজের জন্য আপনারা নিন্দা করতে পারেন বা আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু আমি একজন যোদ্ধা এবং মাঠের ভিতরে অযৌক্তিক সিদ্ধান্তের হাত থেকে দলের ছেলেদের বাঁচানোর জন্য এমন কাজ করার ফের প্রয়োজন হলে আমি আবার করব।'
— Igor Štimac (@stimac_igor) June 22, 2023
কিন্তু কেন ইগরকে মার্চিং অর্ডার দেখতে গেলেন?
প্রথমার্থের বিরতির ঠিক আগে। তখন ০-২ গোলে পিছিয়ে ছিল পাকিস্তান। ফলে গোল করার তাগিদ অনেক বেশি ছিল পাক ফুটবলারদের। ভারতের ডাগআউটের সামনে পাকিস্তানের ডিফেন্ডারের সঙ্গে লড়াইতে বলের নিয়ন্ত্রণ হারান প্রীতম কোটাল। পাকিস্তান থ্রো-ইন পায়। কিন্তু ইগর আবেদন করতে থাকেন ফাউলের। রেফারি তাতে কর্ণপাত করেননি। পাকিস্তানের আবদুল্লাহ ইকবাল থ্রো করতে যান। ঠিক সেই সময় পিছন থেকে তাঁর হাত থেকে বল কেড়ে নেন।
পাকিস্তানের ফুটবলাররা সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একের পর এক ফুটবলার ছুটে আসেন। পাকিস্তানের কয়েক জন ফুটবলার ধাক্কা মারেন ইগরকে। ভারতের ফুটবলাররা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানের ফুটবলারদের রাগ কিছুতেই কমছিল না। আসরে যোগ দেন পাকিস্তানের কোচও। তিনিও রেগে গিয়ে ইগরকে লক্ষ্য করে কিছু বলতে থাকেন। বেশ কয়েক বার তেড়েও যান।
— All About Indian Football (@Indian_Footbal1) June 21, 2023
আরও পড়ুন: Sadio Mane: সাদিও মানের জোড়া গোলে ৪-২ ব্যবধানে উড়ে গেল পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল
বিরতির ঠিক আগে ঝামেলায় জড়িয়ে পড়েন ভারত ও পাকিস্তানের ফুটবলাররা। পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। ভারতের ডাগ আউটের ঠিক সামনে প্রীতমের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এক পাক-ফুটবলারের। ভারতের কোচ ফাউলের আবেদন করেন। কিন্তু রেফারি থ্রো দেন পাকিস্তানকে। আবদুল্লা থ্রো করতে গেলে ইগর তাঁকে থ্রো করতে দেননি। হাত দিয়ে ঠেলা মেরে বল ফেলে দেন। তা নিয়ে ফের ঝামেলা হয়। রেফারি লাল কার্ড দেখান স্টিমাচকে।
তবে এতে জয় পেতে অসুবিধা হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে হ্যাটটিক করেন 'ক্যাপ্টেন ফ্যানটাস্টিক'। একটি গোল করেন উদান্তা সিং। ফলে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে উড়িয়ে চলতি সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করল 'মেন ইন ব্লু' ব্রিগেড।