Jasprit Bumrah: বুমরার 'বিষাক্ত'বোলিংয়ে বিস্মিত কিংবদন্তি! টেস্টে নয়া নিয়ম চালুর দাবি তাঁর
জসপ্রীত বুমরার বাউন্সার দেখেই ডেইল স্টেইনের মাথায় এসেছে নিয়ম বদলের ভাবনা।
নিজস্ব প্রতিবেদন: জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) 'বিষাক্ত' বোলিং দেখে হতবাক ডেইল স্টেইন (Dale Steyn)। এবার টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম চালুর দাবি করলেন কিংবদন্তি প্রাক্তন প্রোটিয়া পেসার। কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে আগুনে বোলিং করেছেন। টেস্ট কেরিয়ারের সপ্তম পাঁচ উইকেটের সুবাদে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমে যায় ২১০ রানে। বুমরা দক্ষিণ আফ্রিকার টেলএন্ডার ডুয়ানে অলিভিয়ারকে বল করার সময় ওভারস্টেপ করার সঙ্গেই সেই ডেলিভারিতে বাউন্সারও দেন। যা দেখে স্টেইন টুইট করে জানান যে, টেস্টে 'নো বল' হলে কী নিয়ম পরিবর্তনের প্রয়োজন রয়েছে।
স্টেইন লেখেন, "এবার থেকে টেস্টে ক্রিকেটে নো বল হলে ফ্রি হিট হওয়া দরকার। কী মনে হয় আপনাদের? এই নিয়ম অবশ্যই সাহায্য করবে বোলারদের, যখন তারা ব্যাট করতে নামবে। অনেক সময় ওভারে সাত-আট বা নয় বলও হয়ে যায়। যা আমরা আগেও দেখেছি। একজন টেলএন্ডারের কাছে, প্রথম সারির ফাস্ট বোলারের জীবন বিপন্ন করে দেওয়ার মতো ৬টি বল খেলাই রীতিমতো কঠিন হয়ে যায়।" বুমরা ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পারফরম্য়ান্সে মোহিত স্টেইন। তিনি বলেন, "যাই হোক, এই বিষয়টি খুব ভাল আলোচনার জন্য় ঠিক আছে। তবে এখানে সিরিয়াস টেস্ট ম্যাচ হচ্ছে। বুমরা দারুণ বল করেই পাঁচ উইকেট নেওয়া হয়েছে।"
আরও পড়ুন: IND vs SA: Bumrah জানালেন কেন Kohli-র অধিনায়কত্বে খেলতে তিনি ভালবাসেন
Free hit for No Ball in Test Cricket…
What you think?
Will definitely help the bowlers (when batting) survive those extended 7/8 and sometimes 9 ball overs we’ve seen happen before…
6 balls is Hard enough for the tailenders facing a top class life threatening fast bowler.
(@DaleSteyn62) January 12, 2022
২০১৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বুমরার । বিগত চার বছরে বুমরা লাল বলের ক্রিকেটেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আজ তিনি সব ফরম্যাটেই দেশের অন্যতম সেরা যোদ্ধা হয়ে উঠেছেন। কেপটাউনই জানে বুমরার প্রথম টেস্টের সব কিছু। এখানেই লাল বলের ক্রিকেটে পথ চলা শুরু হয়ে ভারতীয় তারকার। পয়মন্ত কেপটাউনে ফের জ্বলে উঠলেন ভারতের তারকা পেসার।