IND vs SL: চাহালের কাঁধে চোট! পয়া ইডেনে ফের নামলেন হ্যাটট্রিক করা 'ব্রাত্য' কুলদীপ

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন চাহাল। তাই তাঁর বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন কুলদীপ। 

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Jan 12, 2023, 02:53 PM IST
IND vs SL: চাহালের কাঁধে চোট! পয়া ইডেনে ফের নামলেন হ্যাটট্রিক করা 'ব্রাত্য' কুলদীপ
'কুল-চা' জুটিকে একসঙ্গে আর দেখা যায় না। ফাইল চিত্র

সব্যসাচী বাগচী 

একেই বলে 'কারও পৌষ মাস। কারও সর্বনাশ।' স্কোয়াডে থাকলেও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) এই ম্যাচটা খেলার কথাই ছিল না। তবে ভাগ্য সহায় হলে সেটা বদলাবে কে? যজুবেন্দ্র চাহাল (Yuzvenndra Chahal) কাঁধে চোট পেতেই ফের একবার পয়া ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নামার সুযোগ পেয়ে গেলেন ক্রিকেটের নন্দনকাননে হ্যাটট্রিক করা এই বাহাতি স্পিনার। এখানে আরও একটা মজার ব্যাপার হল, ছয় বছর আগে টিম ইন্ডিয়া (Team India) কলকাতার বুকে শেষবার একদিনের ম্যাচ খেলেছিল। সেবার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া (Australia)। আর এবার বিপক্ষ এশিয়া কাপ (Asia Cup 2022) জয়ী শ্রীলঙ্কা (Sri Lanka)। 

ছাত্র সুযোগ পেলেও, তাঁর ছোটবেলার কোচ কপিল দেব পান্ডে (Kapil Dev Pandey) কিন্তু মোটেও খুশি নন। তিনি জি ২৪ ঘন্টাকে টেলিফোনে বলেন, 'কুলদীপের কপাল খারাপ। যোগ্যতা থাকলেও সুযোগ পাচ্ছে না। ওকে দলে রেখে টিম ম্যানেজমেন্ট একের পর এক শহর ঘুরিয়ে যাচ্ছে। চাহাল চোট পাওয়ার জন্য শেষ পর্যন্ত কুলদীপকে সুযোগ দেওয়া হল। আসলে কোনও ক্যাপ্টেন ওর যোগ্যতাকে মূল্য দিচ্ছে না।'  

তবে এই সুযোগকে শেষ সুযোগ মনে করে কুলদীপকে পারফর্ম করতে হবে। সেটাও জানিয়ে রাখলেন তাঁর ব্যক্তিগত কোচ। তিনি ফের যোগ করেন, 'ইডেনে কুলদীপের অনেক ভালো স্মৃতি আছে। পাঁচ বছর আগে করা হ্যাটট্রিককে মনে করে কুলদীপের উজ্জীবিত হওয়া উচিত। সেই ম্যাচটা মনে রেখে পারফর্ম করতে পারলে নিন্দুকদের যোগ্য জবাব দিতে পারবে কুলদীপ।' 

আরও পড়ুন: Virat Kohli, IND vs SL: দুই বছর আগে কেন খেই হারিয়েছিলেন? কেমন ছিল মনের অবস্থা? মুখ খুললেন ফর্মে ফেরা বিরাট

আরও পড়ুন: Prithvi Shaw, Ranji Trophy 2022-23: ত্রিশতরান করে গড়লেন একাধিক নজির, অস্ট্রেলিয়া সিরিজের আগে নির্বাচকদের বার্তা দিলেন পৃথ্বী

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন চাহাল। তাই তাঁর বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন কুলদীপ। 

টসের পর রোহিত বলেন, 'দলে বাধ্য হয়েই একটা বদল করতে হয়েছে। গত ম্যাচে ফিল্ডিং করার সময় চাহাল চোট পায়। ওর জায়গায় কুলদীপকে দলে নেওয়া হয়েছে।' 

২০১৭ সালের ২১ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ। সেই শেষবারের মতো ইডেনে একদিনের ম্যাচ আয়োজিত হয়েছিল। ছয় বছর পর ফের ইডেনে আয়োজন করা হল একদিনের ম্যাচ। কুলদীপ কি ফের একবার ম্যাজিক দেখাতে পারবেন?   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.