এবার অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন
ভারতের বিরিদ্ধে চার টেস্টের সিরিজ শুরুর অনেক আগে থেকেই অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিচ্ছেন অনেকেই। কখনও প্রাক্তন অজি ক্রিকেটাররা। কখনও বা কেভিন পিটারসেনের মতো ইংরেজ ক্রিকেটারও। এবার ভারত সফরের আগে অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনিও যে মাত্র কিছুদিন আগেই দল নিয়ে খেলতে এসেছিলেন এ দেশে। এবং, যথারীতি হেরেই গিয়েছেন। তাই এবার ঠেকে শেখা ক্যাপ্টেন পরমার্শ দিয়েছেন অস্ট্রেলিয়া দলকে।
Updated By: Feb 6, 2017, 06:03 PM IST