কানপুর পৌঁছল ভারত ও ইংল্যান্ড দল

Updated By: Jan 23, 2017, 10:39 PM IST
কানপুর পৌঁছল ভারত ও ইংল্যান্ড দল

ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে কানপুরে পৌঁছে গেল ভারত ও ইংল্যান্ড দল। ইতিমধ্যেই টেস্ট সিরিজ চার-শূণ্য ব্যবধানে জিতে নেওয়ার পর একদিনের সিরিজও দুই-এক ব্যবধানে জিতেছে কোহলি ব্রিগেড। রবিবার ইডেনে চলতি সিরিজের একমাত্র ম্যাচ হারে ভারত। সোমবার সকালে কলকাতা ছাড়ে দুই দল। দুপুরেই কানপুরে পৌঁছে যান কোহলি ও মরগ্যানরা। ছাব্বিশে জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে কানপুরে। এদিন বিমানবন্দরে কোহলি, ধোনিদের দেখতে ভিড় জমান অসংখ্য ক্রিকেট অনুরাগী। আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে নেই অশ্বিন-জাদেজা 

 

.