১৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত

Updated By: Aug 1, 2016, 09:14 AM IST
১৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত

ও.ইন্ডিজ- ১৯৬
ভারত-৩৫৮/৫
ভারত ১৬২ রানে এগিয়ে ৫ উইকেটে

ওয়েব ডেস্ক: জামাইকা টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে ভারত । টেস্টের প্রথম দিনটা যদি ভারতকে চালকের আসনে বসায়, তাহলে দ্বিতীয় দিনটায় চালকের আসনে বসে জয়ের গাড়ি হাইওয়ে ধরে ছুটতে শুরু করেছে। দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড এখন ১৬২ রানের, হাতে পাঁচ উইকেট। মানে তৃতীয় দিনে লিডটা ২৫০ রানে নিয়ে গেলে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝক্কিটাও কার্যত এড়িয়ে যাওয়া যাবে। সংশয় বলতে একটাই জামাইকার আবহাওয়া। স্থানীয় হাওয়া অফিস বলছে, আগামী তিন দিন নাকি চুটিয়ে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ব্যাপারটা কঠিন হবে কোহলিদের।

আরও পড়ুন-নজির গড়লেন ভারতের এই মহিলা ক্রিকেটার

এদিন ভারত বেশ ধীরেই ব্যাটিং করে। দ্বিতীয় দিনে ভারত তোলে মাত্র ২৩২ রান। ও.ইন্ডিজের মাটিতে প্রথমবার খেলতে নেমে লোকেশ রাহুল করলেন ১৫৮ রান। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর রাহুলের এটি তৃতীয় শতরান। পূজারা দূর্ভাগ্যজনকভাবে রান আউট ৪৬ রানে। কোহলি শুরুটা ভাল করেও আউট ৪৪ রানে। গত ম্যাচে শতরানের পর অশ্বিন অবশ্য ব্যাট হাতে এদিন রান পেলেন না। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার করলেন ৩ রান। ক্রিজে আছেন রাহানে (৪২) ও ঋদ্ধিমান (১৭)।

আরও পড়ুন- ওয়ানডে থেকে ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে দিল অস্ট্রেলিয়া

.