আগস্টের শুরুতেই মার্কিন সফরে যাচ্ছে ভারতীয় দল

আগস্টের শুরুতেই মার্কিন সফরে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। জাতীয় কোচ স্টিভেন কনস্ট্যানটাইনই মূলত সফরের যাবতীয় ব্যবস্থাপনা করছেন। মাঝে একটা সময়ে সুনীলদের মার্কিন সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও দিল্লি থেকে ফেডারেশন সচিব কুশল দাস জানাচ্ছেন অগস্টের একেবারে শুরুতে ভারতীয় দলকে মার্কিন সফরে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

Updated By: Jul 16, 2016, 07:33 PM IST
আগস্টের শুরুতেই মার্কিন সফরে যাচ্ছে ভারতীয় দল

ওয়েব ডেস্ক: আগস্টের শুরুতেই মার্কিন সফরে যাচ্ছে ভারতীয় ফুটবল দল। জাতীয় কোচ স্টিভেন কনস্ট্যানটাইনই মূলত সফরের যাবতীয় ব্যবস্থাপনা করছেন। মাঝে একটা সময়ে সুনীলদের মার্কিন সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও দিল্লি থেকে ফেডারেশন সচিব কুশল দাস জানাচ্ছেন অগস্টের একেবারে শুরুতে ভারতীয় দলকে মার্কিন সফরে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন সানিয়া আপনার মারা, গালে এই থাপ্পড়টা চিরকাল মনে রাখব

অগস্টের শুরুতে মার্কিন সফরে যাবেন সুনীলরা। ২ সপ্তাহের জন্য সফর হবে। সফরে ৩-৪টে ম্যাচ খেলবে ভারতীয় দল। ভারতের প্রতিপক্ষ হতে পারে মেজর সকার লিগের ক্লাব। মার্কিন সফরের আগে জুলাইয়েরে শেষে ৩-৪ দিনের শিবির হতে পারে দিল্লিতে। ফুটবলারদের ভিসার সুবিধার জন্যই দিল্লিতে ক্যাম্প হতে পারে।  তবে দু সপ্তাহের বেশি শিবির হওয়ার কোনও সম্ভবনা নেই। কেননা দেশে ফিরেই ফুটবলারদের সংশ্লিষ্ট আইএসএল ফ্র্যাঞ্চাজির প্রাক মরসুম শিবিরে যোগ দিতে হবে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোয় ফিফা র‍্যাঙ্কিংয়ে ভাল জায়গায় থাকা কোনও দলের সঙ্গে সুনীলদের ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে এআইএফএফ। তবে আইএসএলের ভরা বাজারে তা আদৌও সম্ভব হবে কিনা,তা নিয়ে সন্দিহান ফেডারেশন কর্তারাই।

আরও পড়ুন  সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন

.