India Tour Of England 2025: ব্রিটিশ মুলুকে মহাযুদ্ধ, কবে কোথায় স্টোকসদের মুখোমুখি রোহিতরা? চলে এল পুরো সূচি

India Tour Of England 2025: পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে রোহিত শর্মারা যাচ্ছেন ইংল্য়ান্ডে। সূচি ঘোষণা করে দিল দুই দেশের ক্রিকেটীয় বোর্ড

Updated By: Aug 22, 2024, 07:10 PM IST
India Tour Of England 2025: ব্রিটিশ মুলুকে মহাযুদ্ধ, কবে কোথায় স্টোকসদের মুখোমুখি রোহিতরা? চলে এল পুরো সূচি
রোহিত বনাম স্টোকস লড়াই এবার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গৌতম গম্ভীরের টিম সেপ্টেম্বর থেকে ননস্টপ ক্রিকেটে মাতছে। রয়েছে ঢালাও ক্রিকেট। প্রথমেই রয়েছে বাংলাদেশের ভারত সফর। তারপর নিউ জিল্য়ান্ড আসছে ভারতে। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। এরপর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার গল্প শেষ হলেই ইংল্য়ান্ড আসছে ভারত সফরে। পাঁচটি টি-২০ ও তিনটি ওডিআই খেলবে দুই দল। তবে লাল বলের ক্রিকেটের যুদ্ধটা কিন্ত তোলা থাকছে ইংল্য়ান্ডের মাটিতেই। রোহিত শর্মারা উড়ে যাবেন ইংল্য়ান্ডে। ব্রিটিশ মুলুকে মহাযুদ্ধ স্টোকসদের সঙ্গে। দুই দেশের ক্রিকেট বোর্ড ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের সূচি ঘোষণা করে দিল (India Tour Of England 2025)। 

আরও পড়ুন: রোহিতদের সামনে ননস্টপ ক্রিকেট, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রইল পুরো সূচি

২০২১ সালে শেষবার ভারত ইংল্য়ান্ডে টেস্ট ট্যুর করেছিল। যা ২-২ ড্র হয়েছিল। চতুর্থ টেস্টের পর সিরিজ সাসপেন্ড হয়ে গিয়েছিল। ভারতীয় শিবিরে কোভিড হানা দেওয়ায় সিরিজ অসমাপ্তই থেকে গিয়েছিল। ২০২৪ সালে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলেছে। যেখানে রোহিতরা ৪-১ জিতেছিল।

দেখে নিন ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজের সূচি:

প্রথম টেস্ট: ২০-২৪ জুন, ২০২৫, হেডিংলি, লিডস

দ্বিতীয় টেস্ট: ২-৬ জুলাই, ২০২৫, এজবাস্টন, বার্মিংহ্য়াম

তৃতীয় টেস্ট: ১০-১৪ জুলাই, ২০২৫, লর্ডস, লন্ডন

চতুর্থ টেস্ট: ২৩-২৭ জুলাই, ২০২৫,  ওল্ড ট্র্য়াফোর্ড, ম্য়াঞ্চেস্টার

পঞ্চম টেস্ট: ৩১ জুলাই থেকে ৪ অগাস্ট, ২০২৫, দ্য় ওভাল, লন্ডন

(ঘটনাচক্রে ভারতের মহিলা দলও এই সময়ে তিনটি ওডিআই খেলতে ইংল্য়ান্ড যাবে)

আরও পড়ুন: হ্যাটট্রিকের লক্ষ্যে নামছেন নীরজ, মধ্যরাতে বর্শামঙ্গলের অপেক্ষা...কখন কোথায় দেখবেন?
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.