ডেভিস কাপে ঘরের মাঠে ঘাসের কোর্টে ভরাডুরি ভারতের
০-২ এ পিছিয়ে থেকে শনিবার ভারতীয় ডাবলস জুটির সামনে মাস্ট উইন গেম।
সুখেন্দু সরকার
যে গ্রাস কোর্টে ভারত বাজিমাত করবে ভেবেছিল, সেই গ্রাস কোর্টই যেন বুমেরাং হয়ে দেখা দিল ভারতের কাছে। ক্যালকাটা সাউথ ক্লাবে অনুষ্ঠিত ডেভিস কাপ কোয়ালিফায়ারে ইতালির বিরুদ্ধে প্রথম দিনে দুটি সিঙ্গলসেই হেরে ব্যাকফুটে ভারত। ০-২ এ পিছিয়ে থেকে শনিবারের ডাবলস মাস্ট উইন গেম ভারতের কাছে। অভিজ্ঞ আন্দ্রে সেপ্পি প্রথম সিঙ্গলসেই মাত দিলেন ভারতের রামকুমার রামানাথনকে। বিশ্বের ৩৭ নম্বর টেনিস তারকা সেপ্পি রামকুমারকে হারালেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-৪, ৬-২। মাত্র এক ঘণ্টা ১১ মিনিটেই সেপ্পি ম্যাচ জিতে নেন। অন্যদিকে জয় দিয়েই ডেভিস কাপে অভিষেক হল ২২ বছর বয়সী মাতেও বেরেত্তিনির । ভারতের এক নম্বর টেনিস তারকা প্রজনেশ গুনেশ্বরণকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি। খেলার ফল ৬-৪, ৬-৩। ইতালির ডেভিস কাপ দলে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা মার্কো চেচিনাতোর (বিশ্ব র্যাঙ্কিং-১৯) পরিবর্তে তরুণ বেরেত্তিনিকে খেলানোর সিদ্ধান্ত নেয় আজুরিরা। হতাশ করেননি মাতেও। ডেভিস কাপে অভিষেক ম্যাচ জিতে মাতেও বলেন, "আমি শৈশব থেকেই ডেভিস কাপ জেতার স্বপ্ন দেখতাম।আমি সত্যিই খুব খুশি। ম্যাচে আমি খুব ফোকাস ছিলাম। আমি মুহূর্তটা উপভোগ করেছি। এবং এই পথেই আগামী দিনে এগিয়ে যেতে চাই... "
আরও পড়ুন - ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ ভারত থেকে সরে যাওয়ার সম্ভাবনা নেই, জানাল আইসিসি
প্রথম দিনের ভরাডুবির পর ভারতের নন-প্লেয়িং ক্যাপটেন মহেশ ভূপতি বলেন, "আগামিকালে দিকে ফোকাস করছি। আমরা জানি আমাদের পরিশ্রম করতে হবে। এবং এটা খুবই কঠিন কাজ আমরা জানি। কোনও ভাবেই হাল ছেড়ে দিলে চলবে না।" গত বছর ডেভিস কাপে চিনের বিরুদ্ধে এশিয়া-ওশিয়েনিয়া গ্রুপ-ওয়ান টাইয়ের প্রসঙ্গ টেনে এনে গোটা দলকে উদ্ধুদ্ধ করছেন তিনি। গতবছর ডেভিস কাপে এশিয়া-ওশিয়েনিয়া গ্রুপ-ওয়ান টাইয়ে ০-২ তে পিছিয়ে থাকার পর ভারত ৩-২ ফলাফলে ম্যাচ জেতে। ০-২ এ পিছিয়ে থেকে শনিবার ভারতীয় ডাবলস জুটির সামনে মাস্ট উইন গেম। ভারতীয় জুটি রোহন বোপান্ন- দিভিজ শরন মুখোমুখি হবে ইতালির মার্কো চেচিনাতো ও সিমোনে বোলেল্লি জুটির। এই ম্যাচ ভারত জিততে না পারলে ফিরতি সিঙ্গলসের আর প্রয়োজন হবে না।