শেষ একদিনের ম্যাচে নিউ জিল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জয় টিম ইন্ডিয়ার
ওয়েলিংটনে পঞ্চম একদিনের ম্যাচ ৩৫ রানে জিতে সিরিজ ৪-১ এ শেষ করল টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন : চতুর্থ একদিনের ম্যাচে হারলেও সিরিজের শেষ একদিনের ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেট দলের। আম্বাতি রায়াডুর অনবদ্য ৯০ রানের পর বল হাতে দুরন্ত মহম্মদ শামি, হার্দিক পাণ্ডিয়া ও যুজবেন্দ্র চাহল। সঙ্গে মহেন্দ্র সিং ধোনির রান আউট ঘুরিয়ে দিল ম্যাচের মোড়। ওয়েলিংটনে পঞ্চম একদিনের ম্যাচ ৩৫ রানে জিতে সিরিজ ৪-১ এ শেষ করল টিম ইন্ডিয়া।
Game Over! #TeamIndia clinch the final ODI by 35 runs and wrap the series 4-1 #NZvIND pic.twitter.com/2cRTTnS8Ss
— BCCI (@BCCI) February 3, 2019
রবিবার ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন দলে তিনটি পরিবর্তন হয়। দীনেশ কার্তিকের পরিবর্তে দলে মহেন্দ্র সিং ধোনি। খলিল আহমেদের পরিবর্তে মহম্মদ শামি আর কুলদীপ যাদবের পরিবর্তে বিজয় শঙ্কর প্রথম একাদশে চলে আসেন। এদিনও শুরুটা ভালো হয়নি ভারতের। দুই ওপেনার রোহিত শর্মা(২), শিখর ধাওয়ানের(৬) পাশাপাশি ব্যর্থ হন শুভমান গিলও(৭)। ১ রানে ফিরে যান ধোনিও। এরপর ভারতের ইনিংসের হাল ধরেন আম্বাতি রায়াডু এবং বিজয় শঙ্কর। ৯৮ রানের জুটি গড়েন দুজনে। ৪৫ রানে বিজয় আউট হলেও কেদার যাদব(৩৪) হার্দিক পাণ্ডিয়া(৪৫)এবং আম্বাতি রায়াডু(৯০) ভারতের রানকে ২৫০ এর গণ্ডি টপকাতে সাহায্য করেন। ২৫২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডের হয়ে ম্যাচ হেনটি ৪টি এবং ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন।
Victory for India!
They triumph by 35 runs in the 5th ODI to seal a 4-1 series win. #NZvIND SCORECARD https://t.co/pMY7C9gsJt pic.twitter.com/X9ruPfrxIa
— ICC (@ICC) February 3, 2019
২৫৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউ জিল্যান্ড। তবে ৪৪ রানে নিশমকে যে রান আউটটা করলেন মহেন্দ্র সিং ধোনি সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন বিশেষজ্ঞরা। জিমি নিশমই দলের হয়ে সর্বোচ্চ রান করেন ৪৪। কলিন মুনরো(২৪), কেন উইলিয়ামসন(৩৯), টম ল্যাথামরা(৩৭) চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৪৪.১ ওভারেই ২১৭ রানে শেষ কিউইদের ইনিংস। ৩৫ রানে জয় ভারতের। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন হার্দিক ও শামি। ৩টি উইকেট নেন চাহল।
আরও পড়ুন - নরেন্দ্র মোদীর জন্য সরল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ