ICC World Cup 2019: হিটম্যানের সেঞ্চুরি! পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া
রোহিত শর্মার রান আউট মিস করার মাশুল দিতে হল পাক দলকে।
নিজস্ব প্রতিবেদন : হিটম্যানের সেঞ্চুরি। রাহুলের ফাই সেঞ্চুরি। সঙ্গে বিরাটের অপরাজিত হাফ সেঞ্চুরি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে।
That's a shame.
Rain comes down in Manchester with 20 deliveries left in the India innings.#CWC19 | #INDvPAK pic.twitter.com/XgerntsRdy
— Cricket World Cup (@cricketworldcup) June 16, 2019
রবিবাসরীয় ম্যাঞ্চেস্টারে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। আর্দ্র আবহাওয়া আমির-রিয়াজদের দারুন সামাল দিলেন রোহিত শর্মা ও তাঁর নতুন ওপেনিং পার্টনার কেএল রাহুল। আঙুলের চোটের কারণে না খেলা শিখর ধাওয়ানের পরিবর্তে দলে এলেন বিজয় শঙ্কর। ওপেনিং জুটিতে ১৩৬ রানের পার্টনারশিপ। রোহিত শর্মার রান আউট মিস করার মাশুল দিতে হল পাক দলকে। ৭৮ বলে ৫৭ রানে সাজঘরে ফিরে যান রাহুল। এরপর রোহিতের সঙ্গে জুটি বাঁধেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অনবদ্য শতরান করেন রোহিত শর্মা। একদিনের কেরিয়ারে ২৪ তম শতরান করেন রোহিত। ১১৩ বলে ১৪০ রান করে আউট হলেন হিটম্যান। ১৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো রোহিতের ইনিংস। সেই সঙ্গে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন রোহিত।
Rohit Sharma was on today!
Catch up with the highlights of his brilliant innings on the official #CWC19 app!
DOWNLOAD
APPLE https://t.co/whJQyCahHr
ANDROID https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/byptdN5ew2— Cricket World Cup (@cricketworldcup) June 16, 2019
রোহিত শর্মা আউট হলেও হার্দিক পাণ্ডিয়া আর বিরাট কোহলি ভারতের রানকে টানতে থাকেন। ১৯ বলে ২৬ রান করে ফিরে যান হার্দিক পাণ্ডিয়া। এরপরেই ফের মহম্মদ আমিরের ধাক্কায় সাজঘরে ফিরে যান মহেন্দ্র সিং ধোনিও। ৪৬.৪ ওভার হতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তার আগে অবশ্য একদিনের ক্রিকেটে দ্রুততম এগারো হাজার রানের মালিক হয়ে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের হয়ে একমাত্র মহম্মদ আমির ২টি উইকেট নিয়েছেন। তবে বৃষ্টি নামার আগেই তিনশোর গণ্ডি টপকে যায় ভারত।
আরও পড়ুন - ICC World Cup 2019: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড বিরাট কোহলির!