Copa America 2019: কলম্বিয়ার কাছে হেরে কোপায় অভিযান শুরু করল আর্জেন্টিনা
বিরতির পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে কলম্বিয়া।
নিজস্ব প্রতিবেদন : প্রথমার্ধে খারাপ ফুটবল, দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরলেও সুযোগ নষ্ট। আর্জেন্টিনার একাধিক সুযোগ নষ্টের মাঝেই কলম্বিয়ার গোল। ০-২ গোলে হেরে কোপা আমেরিকায় অভিযান শুরু করল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
সালভাদরে গ্রুপ-বি ম্যাচে শুরু থেকে দুই দল আর্জেন্টিনা-কলম্বিয়ার খেলা ছিল ছন্দহীন। কোনও দলই তেমনভাবে আক্রমণ গড়ে তুলতে পারেনি। এলোমেলো ফুটবলের মাঝেই অবশ্য সুযোগ পেয়ে যান সের্জিও আগুয়েরো। প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল আর্জেন্টিনা কিন্তু আক্রমণে মেসিদের টেক্কা দেয় কলম্বিয়া। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু কাঙ্খিত গোল পায়নি। বিরতির পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে কলম্বিয়া।
@Argentina 0 - #Colombia 2 (Roger Martínez y Duván Zapata)
Final del partido en el estadio Arena Fonte Nova de Salvador de Bahía. pic.twitter.com/Nq7N26Dep3
— Selección Argentina (@Argentina) June 15, 2019
কিন্তু ৭১ মিনিটে মাঝমাঠ থেকে হামেস রডরিগেজের লম্বা ক্রস বাঁ দিকে পেয়ে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে কলম্বিয়াকে এগিয়ে দেন মার্তিনেস। ৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাপাতা। কোনওভাবেই ব্যবধান কমাতে পারেনি মেসিরা। হেরেই কোপা শুরু করলেন লিও মেসিরা।
আরও পড়ুন - বিরাট কোহলির হাতে উঠবে এবারের বিশ্বকাপ ট্রফি, ভবিষ্যদ্বাণী বিখ্যাত জ্যোতিষীর