দূরত্ব আর আট উইকেটের, প্রোটিয়াদের দেশে টেস্ট জয়ের সামনে ধোনি বাহিনী
প্রোটিয়াদের দেশে জোহানেসবার্গ টেস্টে জয়ের হাতছানি ভারতের সামনে। চতুর্থ দিনের শেষে দুই উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা করেছে ১৩৮ রান। আউট হয়েছেন আমলা এবং স্মিথ। এখনও ৩২০ রানে এগিয়ে ভারত।
প্রোটিয়াদের দেশে জোহানেসবার্গ টেস্টে জয়ের হাতছানি ভারতের সামনে। চতুর্থ দিনের শেষে দুই উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা করেছে ১৩৮ রান। আউট হয়েছেন আমলা এবং স্মিথ। এখনও ৩২০ রানে এগিয়ে ভারত।
জিততে গেলে শেষ দিনে প্রোটিয়াদের আটটি উইকেট নিতে হবে ভারতকে। এর আগে দ্বিতীয় ইনিংসে দুরন্ত ১৫৩ রান করেন চেতেশ্বর পুজারা। মাত্র চার রানের জন্য দ্বিতীয় ইনিংসে শতরান হাতছাড়া করেন বিরাট কোহলি। ৯৬ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪২১ রানে অলআউট হয়ে যায় ভারত।