দ্বিতীয় টেস্টে 'বিরাট' রানে চালকের আসনে ভারত

তৃতীয় দিনের শেষে  ভারত: ৬১০/৬ ডিক্লেয়ার, শ্রীলঙ্কা: ২১/১। এখনও ৩৮৪ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। 

Updated By: Nov 26, 2017, 05:36 PM IST
দ্বিতীয় টেস্টে 'বিরাট' রানে চালকের আসনে ভারত

নিজস্ব প্রতিবেদন: নাগপুরে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর রানের পাহাড় চাপিয়ে দিল টিম ইন্ডিয়া। ৬১০ রানে ইনিংস শেষ করেন বিরাট কোহলি। তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান এখন ২১। ম্যাচ বাঁচানোর লড়াইয়ে হিমসিম অবস্থা চান্দিমলদের। 

প্রথম দিনে ২০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তারপর লঙ্কা বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন বিরাট কোহলিরা। কে এল রাহুল শুরুতে ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন মুরলি বিজয় ও চেতেশ্বর পূজারা। দুজনেই শতরান করেন। মুরলি বিজয় প্যাভিলিয়নে ফিরে যেতে মাঠে নামেন বিরাট। আর তারপর চলে বাইশ গজে 'বিরাট' শাসন।

আরও পড়ুন- আরও একটা শতরান, ধারবাহিকতাকেও লজ্জায় ফেলছেন বিরাট

কেরিয়ারের পঞ্চম দ্বিশতরান, অধিনায়ক হিসেবে ডন ব্র্যাডম্যানের চারটি ডবল সেঞ্চুরির রেকর্ড ভাঙা, ব্রায়ান লারাকে স্পর্শ করা-  এমন একাধিক রেকর্ড এদিন গড়েন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ৬টি করে ডবল সেঞ্চুরি করে কোহলির সামনে এখন কেবল তেন্ডুলকর ও সহবাগ। রানের গতি বাড়াতে গিয়ে ফেরেন কোহলি। এরপর শতরান করেন রোহিত শর্মা। দীর্ঘদিন বাদে টেস্টে সুযোগ পেয়েছেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করলেন রোহিত শর্মা। রোহিতের সেঞ্চুরির পরই ৬১০ রানে ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট কোহলি। 

আরও পড়ুন- ব্র্যাডম্যানকে ছাপিয়ে নতুন ডন বিরাট

দিনের শেষে শ্রীলঙ্কার রান ১ উইকেট হারিয়ে ২১। ৩৮৪ রানে পিছিয়ে চান্দিমলরা। চতুর্থ দিন অর্থাত্ সোমবারই ম্যাচের ফয়সলা হতে পারে বলে আশা ভারতীয় ক্রিকেটভক্তদের।
 

.