EDEN LIVE- রোহিত-কোহলির পার্টনারশিপে স্বর্গোদ্যানে শ্রীলঙ্কাকে 'নরক দর্শন' ভারতের
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে চতুর্থ একদিনের ম্যাচ শুরু হচ্ছে ইডেন গার্ডেনে। ম্যাচ ঘিরে উন্মাদনা রাজ্যে। থাকল ম্যাচের লাইভ আপডেট-
ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে চতুর্থ একদিনের ম্যাচ চলছে ইডেন গার্ডেনে। ম্যাচ ঘিরে উন্মাদনা রাজ্যে। থাকল ম্যাচের লাইভ আপডেট-
অর্ধশতরান পূর্ণ করলেন রোহিত শর্মা।
রোহিতের শতরানে প্রথম ৫০ রান আসে ৭২ বলে, আর দ্বিতীয়টা আসে মাত্র ২৮ বলে।
১০০ বলে শতরান পূর্ণ করলেন রোহিত শর্মা। এই ইডেনেই অভিষেক টেস্টে শতরান করেছিলেন রোহিত। বড় রানের দিকে ভারত। বিশ্বকাপে ওপেনারের স্লট নিয়ে লড়াই আরও জমে গেল।
৭২ বলে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২৪ তম অর্ধশতরানপূর্ণ করলেন রোহিত শর্মা।
রায়াড়ু আউট হওয়ার পর কোহলি-রোহিত দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ম্যাচ শুরু হওয়ার পর ইডেনকে যতটা ফাঁকা দেখাচ্ছিল, এখন আর অতটা ফাঁকা দেখাচ্ছে না। দর্শক সংখ্যা কত তা এখনও স্পষ্ট নয়।
দারুণ শুরু করার পর এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন আজিঙ্কা রাহানে (২৮)। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক
শুরু হল ম্যাচ। মাঠ ফাঁকা ফাঁকা। এত কম দর্শক হবে ভাবতেই পারেননি আয়োজকরা। মাঠের অর্ধেক কার্যত সম্পূর্ণ ফাঁকা। শুরুতে দারুণ খেলছেন আজিঙ্কা রাহানে।
ভারতীয় দল-আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, রবীন উথাপ্পা, স্টুয়ার্ট বিনি, অকসর প্যাটেল, করন শর্মা, উমেশ যাদব, ধবল কুলকার্নি
সিরিজ আগেই জিতে যাওয়ায় পরীক্ষানিরীক্ষার পথে ভারত। ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। দল এলেন স্টুয়ার্ট বিনি,করণ শর্মা,রবীন উথাপ্পা, রোহিত শর্মা।
শ্রীলঙ্কা দলে চারটি পরিবর্তন। দলে নেই সাঙ্গাকারা।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
স্টেডিয়াম ধীরে ধীরে ভর্তি হতে শুরু করেছে। নিশ্চিদ্র নিরাপত্তা ম্যাচ ঘিরে
আইসিসি ক্রমতালিকায় শীর্ষে ওঠার হাতছানি ভারতের সামনে। বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই দঃ আফ্রিকা,অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সবার উপরে চলে আসবেন কোহলিরা। সিরিজ জয় নিশ্চিত করার পর ইডেনে নামার আগেই এটাই তাতাচ্ছে টিম ইন্ডিয়াকে।
সিরিজ পকেটে। কিন্তু আত্মতুষ্টির কোনও জায়গা নেই। তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার লক্ষ্য কি হোয়াইটওয়াশ? একেবারেই না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বিরাট কোহলি। ভারতের স্টপগ্যাপ অধিনায়ক জানিয়েছেন বাইশ গজে জয়কে অভ্যাসে পরিণত করতে হবে। যাতে ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। তাই সিরিজের বাকি দুটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চাইছেন কোহলিরা।
আইসিসি ক্রমতালিকায় শীর্ষে ওঠার হাতছানি ভারতের সামনে। বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই দঃ আফ্রিকা,অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সবার উপরে চলে আসবেন কোহলিরা। সিরিজ জয় নিশ্চিত করার পর ইডেনে নামার আগেই এটাই তাতাচ্ছে টিম ইন্ডিয়াকে।