ICC World Cup 2019: ক্যারিবিয়ানদের ১২৫ রানে হারিয়ে সেমি ফাইনালে টিম ইন্ডিয়া
দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন কিং কোহলি।
নিজস্ব প্রতিবেদন: অপরাজিত টিম ইন্ডিয়া। বিশ্বকাপে বিরাট ব্রিগেডের জয়ের ধারা অব্যাহত। ম্যাঞ্চেস্টারে মহারণে ক্যারিবিয়ানদের ১২৫ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করে ফেলল কোহলি অ্যান্ড কোম্পানি। বিরাট, ধোনির হাফ সেঞ্চুরি আর বল হাতে শামি-বুমরাহদের আগুনে পেসের সামনে কার্যত দিশেহারা দেখাল ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল গেইলদের।
The Indian fans turned out in large numbers to cheer on their team and there was from their captain! #CWC19 | #WIvIND pic.twitter.com/k32SEbe1Ia
— Cricket World Cup (@cricketworldcup) June 27, 2019
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এদিন টস জিতে ব্যাটিং-র সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দল অবশ্য আফগানিস্তান ম্যাচের প্রথম একাদশই অপরিবর্তিত রাখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ১৮ রানে আউট হন রোহিত শর্মা। যদিও রোহিতের আউট নিয়ে বিতর্ক থাকছে। সেট হয়ে সাজঘরে ফিরে গেলেন রাহুল। ৬৪ বলে করেন ৪৮। বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করলেও বড় রান করতে পারলেন না ৮২ বলে ৭২ রান করেন ক্যাপ্টেন কোহলি। তার আগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩৭ রান করতেই মাইলস্টোন স্পর্শ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন কিং কোহলি। সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হতে সময় নিয়েছিলেন ৪৫৩ ইনিংস। কোহলি সেখানে ৪১৭ ইনিংসে ২০ হাজার রান করলেন।
v – Won by 6 wickets
v – Won by 36 runs
v – Won by 89 runs
v – Won by 11 runsv – WON BY 125 RUNS #TeamIndia are unbeaten in #CWC19 so far. #WIvIND pic.twitter.com/2AteSeZsqE
— Cricket World Cup (@cricketworldcup) June 27, 2019
এদিনও ব্যর্থ ভারতীয় মিডল অর্ডার। চার নম্বরে নেমে বিজয় শঙ্কর করেন ১৪ রান। কেদার যাদব করেন ৭ রান। হার্দিক পাণ্ডিয়া ৩৮ বলে ৪৬ রান করেন। ৫৬ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ভারত শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তোলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ৩টি, কটরেল ও হোল্ডার ২টি করে উইকেট নেন।
Brilliant performance by #TeamIndia as they defeat West Indies by 125 runs #WIvIND #CWC19 pic.twitter.com/OLcyhpymzV
— BCCI (@BCCI) June 27, 2019
২৬৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শামির আগুনে বোলিংয়ে প্যাভিলিয়নে ফিরে যান ক্রিস গেইল(৬)ও সাই হোপ(৫)।পুরাণ ও অম্বরিস কিছুটা সামাল দিলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। পুরাণ ২৮, হেটমায়ার ১৮, হোল্ডার ৬, ব্রেথওয়েট ১ পর পর ফিরে যান সাজঘরে। মাত্র ১৪৩ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে মহম্মদ শামি ৪টি, চাহল এবং বুমরাহ ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন - ICC World Cup 2019: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্বরেকর্ড কিং কোহলির