জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত

অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ের দিনই হাদরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেল ভারত। চতুর্থ দিনেই নিউজিল্যান্ডকে এক ইনিংস এবং ১১৫ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

Updated By: Aug 26, 2012, 05:17 PM IST

অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ের দিনই হাদরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেল ভারত। চতুর্থ দিনেই নিউজিল্যান্ডকে এক ইনিংস এবং ১১৫ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে কোন লড়াই তুলে ধরতেই পারেনি নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৪২৮ রানের জবাবে একশো ১৫৯ রানে অল আউট হয়ে যায় কিউইরা। ফলোঅন বাঁচাতে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মাত্র ১৬৪ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। গোটা ম্যাচে অনবদ্য বোলিং করেছেন ভারতের আর অশ্বিন। ২টো ইনিংস নিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১২। অশ্বিন ছাড়াও প্রজ্ঞান ওঝা পেয়েছেন ৬টি উইকেট। ২টি উইকেট পেয়েছেন উমেশ যাদব।
ম্যাচের দ্বিতীয় দিন থেকেই চালকের আসনে ছিল ভারত। এক দিন বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল ভারত। প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারার অনবদ্য শতরান ভারতকে ৪০০ রানের গণ্ডী পেরোতে সাহায্য করে। এটি পূজারার চতুর্থ টেস্ট শতরান। ম্যান অফ ম্যাচ নির্বাচিত হয়েছেন আর অশ্বিন।

.