ভারতীয় দলের কোচ নিয়ে তৈরি হল জটিলতা

ভারতীয় দলের কোচ নিয়ে তৈরি হল জটিলতা। বিসিসিআই যখন রাহুল দ্রাবিড় অথবা স্টিফেন ফ্লেমিংয়ের হাতে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে তখন বাধ সেধেছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলি,রোহিত শর্মারা নতুন কোচ চাইছেন না। তাদের দাবি রবি শাস্ত্রীকেই ফের টিম ডিরেক্টরের পদে ফেরানো হোক। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআই-এর চুক্তি ছিল। সেই চুক্তি শেষ হয়ে গেছে এমাসের শুরুতেই।

Updated By: Apr 12, 2016, 11:15 PM IST
ভারতীয় দলের কোচ নিয়ে তৈরি হল জটিলতা

ওয়েব ডেস্ক: ভারতীয় দলের কোচ নিয়ে তৈরি হল জটিলতা। বিসিসিআই যখন রাহুল দ্রাবিড় অথবা স্টিফেন ফ্লেমিংয়ের হাতে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে তখন বাধ সেধেছেন ভারতীয় ক্রিকেটাররা। বিরাট কোহলি,রোহিত শর্মারা নতুন কোচ চাইছেন না। তাদের দাবি রবি শাস্ত্রীকেই ফের টিম ডিরেক্টরের পদে ফেরানো হোক। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআই-এর চুক্তি ছিল। সেই চুক্তি শেষ হয়ে গেছে এমাসের শুরুতেই।

ভারতের সিনিয়র ক্রিকেটারদের দাবি শাস্ত্রীর ইতিবাচক ও আক্রমণাত্মক মনোভাব একদিনের ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফিয়ারলেস ক্রিকেট খেলতে সাহায্য করেছে। টেস্টেও দলের মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে। বিসিসিআই কর্তারাও ক্রিকেটারদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তবে সচিন-সৌরভদের নিয়ে গঠিত পরামর্শদাতা কমিটির সঙ্গে আলোচনা করেই নয়া কোচ ঠিক করতে চাইছেন শশাঙ্ক মনোহর-অনুরাগ ঠাকুররা।

.