Indian Cricket Schedule For 2024-25 Home Season: শীতের শহরে ইডেনে ইংরেজ দ্বৈরথ, ভারত সফরে তিন দুর্দান্ত দেশ, জানিয়ে দিল বিসিসিআই

Indian Cricket Schedule For 2024-25 Home Season: ২০২৪-২০২৫ মরসুমের ঘরোয়া ক্রিকেটে পুরো সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। ইডেন গার্ডেন্সও পেল ম্য়াচ।

Updated By: Jun 20, 2024, 06:14 PM IST
Indian Cricket Schedule For 2024-25 Home Season: শীতের শহরে ইডেনে ইংরেজ দ্বৈরথ, ভারত সফরে তিন দুর্দান্ত দেশ, জানিয়ে দিল বিসিসিআই
ভরা ক্রিকেটের সূচি আগামী মরসুম জুড়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টায় ভারত-আফগানিস্তান (IND vs AFG), টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্য়াচে মুখোমুখি হচ্ছে। আর তার আগেই ভারতীয় ক্রিকেট ২০২৪-২৫ মরসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করে দিল। কলকাতার ক্রিকেট ফ্য়ানদের জন্য় দুর্দান্ত খবর। শীতের শহরে ইডেন দেখবে ইংরেজ দ্বৈরথ। ভারত সফরে আসছে বাংলাদেশ (Bangladesh tour of India), নিউ জিল্য়ান্ড (New Zealand tour of India) ও ইংল্য়ান্ড (England tour of India)। 

ভারত প্রথমে পদ্মাাপারের দেশকে আমন্ত্রণ জানাচ্ছে জোড়া টেস্ট ও তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলার জন্য়। সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ ফিরে গেলে আসছে কিউয়িরা। খেলা অক্টোবর-নভেম্বর জুড়ে। তিন টেস্ট খেলবে ভারত-নিউ জিল্য়ান্ড। আগামী বছরের প্রথম মাসেই আসছেন ব্রিটিশরা। রোহিত শর্মাদের সঙ্গে তাঁরা পাঁচটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলবে। খেলা চলবে জানুয়ারি-ফেব্রুয়ারি উইন্ডো জুড়ে।

আরও পড়ুন: এক কোচের তত্ত্ব অতীত, রোহিতদের ক্লাসে জোড়া হেডমাস্টার! বিসিসিআইয়ের নীলনকশা ফাঁস

বাংলাদেশের ভারত সফরের সূচি:

সেপ্টেম্বর ১৯: ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট চেন্নাইয়ে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।
সেপ্টেম্বর ২৭: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট কানপুরে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।

অক্টোবর ৬:  ভারত-বাংলাদেশ প্রথম টি-২০আই ধরমশালায়। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
অক্টোবর  ৯:  ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০আই দিল্লিতে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
অক্টোবর ১২: ভারত-বাংলাদেশ তৃতীয় টি-২০আই হায়দরাবাদে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।

নিউ জিল্যান্ডের ভারত সফরের সূচি:

অক্টোবর ১৬: ভারত- নিউ জিল্য়ান্ড প্রথম টেস্টে বেঙ্গালুরুতে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।
অক্টোবর ২৪: ভারত- নিউ জিল্য়ান্ড দ্বিতীয় টেস্টে পুণেতে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।
নভেম্বর ১:     ভারত-নিউ জিল্য়ান্ড তৃতীয় টেস্ট মুম্বইতে। খেলা শুরু ভারতীয় সময়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে।

 
ইংল্য়ান্ডের ভারত সফরের সূচি:

জানুয়ারি ২২: ভারত-বনাম ইংল্য়ান্ড প্রথম টি-২০আই চেন্নাইয়ে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
জানুয়ারি ২৫: ভারত-বনাম ইংল্য়ান্ড দ্বিতীয় টি-২০আই কলকাতায়। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
জানুয়ারি ২৮: ভারত-বনাম ইংল্য়ান্ড তৃতীয় টি-২০আই রাজকোটে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
জানুয়ারি ৩১: ভারত-বনাম ইংল্য়ান্ড চতুর্থ টি-২০আই পুণেতে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
ফেব্রুয়ারি ২:ভারত-বনাম ইংল্য়ান্ড পঞ্চম টি-২০আই মুম্বইয়ে। খেলা শুরু ভারতীয় সময়ে সন্ধে ৭টা থেকে।
 
ফেব্রুয়ারি ৬: ভারত-বনাম ইংল্য়ান্ড প্রথম ওডিআই নাগপুরে। খেলা শুরু ভারতীয় সময়ে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।
ফেব্রুয়ারি ৯: ভারত-বনাম ইংল্য়ান্ড দ্বিতীয় ওডিআই কটকে। খেলা শুরু ভারতীয় সময়ে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।
ফেব্রুয়ারি ১২: ভারত-বনাম ইংল্য়ান্ড তৃতীয় ওডিআই আহমেদাবাদে। খেলা শুরু ভারতীয় সময়ে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।

 
চলতি বছরের শেষের দিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আগামী বছর রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য়ও লড়বে ভারত। ফের ভরপুর ক্রিকেটে মাতবেন ফ্য়ানরা।

আরও পড়ুন: এবারই তো আসল খেলা, দুয়ারে সুপার আট, রইল পুরো সূচি

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.