আই লিগ শুরুর দিনই ভারতীয় ফুটবলের অন্ধকার ছবি সামনে চলে এল

আই লিগ শুরুর দিনই ভারতীয় ফুটবলের অন্ধকার ছবি সামনে চলে এল। অন্তত তিরিশজন ভারতীয় ফুটবলার দল পেলেন না আই লিগে। চেন্নাইয়ান এফ সি-র হয়ে আইএসএলে দুরন্ত খেললেও কোনও দলে জায়গা হয়নি মেহেরাজউদ্দিনের। একই অবস্থা মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্য ডেনসন দেবদাসের। শুধু তাই নয় কয়েকদিন আগেও জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাওয়া ফ্রান্সিস ফার্নান্ডেজও ব্রাত্য থেকেছেন আই লিগের ক্লাবগুলোর কাছে। দল পাননি রহিম নবি,ক্লিফোর্ড মিরান্ডার মত অভিজ্ঞ ফুটবলারেরও। আসলে এবার আই লিগে একধাক্কায় তিনটে দল কমে গেছে। ফুটবলারদের দল না পাওয়া তারই জের বলে মনে করা হচ্ছে। ফুটবলারদের এজেন্টরা মনে করছেন এখন যা পরিস্থিতি তাতে ক্লাবগুলো যা দর দেবে,তাতেই খেলতে হতে পারে এই ফুটবলারদের। চোটের কারণে সন্দেশ জিঙ্ঘান,নির্মল ছেত্রী,রবিন সিং,শুভাশিস রায় চৌধুরী,গৌরমাঙ্গি সিংয়ের মত নামকরা ফুটবলার-রা খেলার জায়গায় নেই।

Updated By: Jan 9, 2016, 10:01 PM IST
আই লিগ শুরুর দিনই ভারতীয় ফুটবলের অন্ধকার ছবি সামনে চলে এল

ওয়েব ডেস্ক: আই লিগ শুরুর দিনই ভারতীয় ফুটবলের অন্ধকার ছবি সামনে চলে এল। অন্তত তিরিশজন ভারতীয় ফুটবলার দল পেলেন না আই লিগে। চেন্নাইয়ান এফ সি-র হয়ে আইএসএলে দুরন্ত খেললেও কোনও দলে জায়গা হয়নি মেহেরাজউদ্দিনের। একই অবস্থা মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্য ডেনসন দেবদাসের। শুধু তাই নয় কয়েকদিন আগেও জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাওয়া ফ্রান্সিস ফার্নান্ডেজও ব্রাত্য থেকেছেন আই লিগের ক্লাবগুলোর কাছে। দল পাননি রহিম নবি,ক্লিফোর্ড মিরান্ডার মত অভিজ্ঞ ফুটবলারেরও। আসলে এবার আই লিগে একধাক্কায় তিনটে দল কমে গেছে। ফুটবলারদের দল না পাওয়া তারই জের বলে মনে করা হচ্ছে। ফুটবলারদের এজেন্টরা মনে করছেন এখন যা পরিস্থিতি তাতে ক্লাবগুলো যা দর দেবে,তাতেই খেলতে হতে পারে এই ফুটবলারদের। চোটের কারণে সন্দেশ জিঙ্ঘান,নির্মল ছেত্রী,রবিন সিং,শুভাশিস রায় চৌধুরী,গৌরমাঙ্গি সিংয়ের মত নামকরা ফুটবলার-রা খেলার জায়গায় নেই।

.