ধোনিদের আটকাতে ভারতীয় বংশোদ্ভুত স্পিনাররাই ভরসা কুকদের

প্রতিপক্ষের অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় ইংল্যান্ড। আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের আটকাতে ভারতীয়দেরই সাহায্য নিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত- ইংল্যান্ড সিরিজকে অনেকেই দেখছেন প্রতিশোধের সিরিজ হিসাবে। ইংল্যান্ডের মাটিতে ০-৪ হোয়াইটওয়াশ হওয়ার বদলা এই সিরিজেই নিতে চান ধোনিরা।

Updated By: Nov 5, 2012, 08:39 PM IST

প্রতিপক্ষের অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় ইংল্যান্ড। আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের আটকাতে ভারতীয়দেরই সাহায্য নিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত- ইংল্যান্ড সিরিজকে অনেকেই দেখছেন প্রতিশোধের সিরিজ হিসাবে। ইংল্যান্ডের মাটিতে ০-৪ হোয়াইটওয়াশ হওয়ার বদলা এই সিরিজেই নিতে চান ধোনিরা।
আর ধোনিদের প্রধান অস্ত্র হতে চলেছে স্পিনারাই। সিরিজের ভাগ্য গড়ে দিতে পারেন স্পিনাররাই। তাই ভারতীয়দের বধ করতে স্পিনারদের দিয়েই গুটি সাজাচ্ছেন কুকরা। ইংল্যান্ড দলে স্পিন বিভাগের ভরসা দুই ভারতীয় বংশোদ্ভুত মন্টি পানেসার এবং সমিত প্যাটেল। এঁদের দিয়েই টেস্ট সিরিজে বাজিমাত করতে চাইছেন কুকরা। প্রস্তুতি ম্যাচে মুম্বই এ দলকে বেকাদায় ফেলে দিয়েছিলেন পানেসাররা। ম্যাচে সমিত প্যাটেল পেয়েছেন তিনটি উইকেট। দুটি উইকেট পেয়েছেন পানেসার।

.