Virat Kohli | R Ashwin | IND vs PAK: 'অ্যাশ নে দিমাগ কে উপর এক্সট্রা দিমাগ লগয়া'!
আর অশ্বিনের বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করলেন বিরাট কোহলি। ম্যাচের সেরা কোহলি ম্যাচ জেতানোর কৃতিত্বই পরক্ষে দিলেন সতীর্থ তারকা অলরাউন্ডারকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে মহারণে বল হাতে তাঁকে দেখিয়েছিল অত্যন্ত নিস্প্রভ। এমনকী ক্যাচ ফেলে দেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ের সময় বলও গলিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)। ভারতীয় দলের মহাতারকার জন্য যদিও মেলবোর্ন অন্য কিছু ভেবে রেখেছিল। বিরাট কোহলি (Virat Kohli) ও হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ব্যাট হাতে নায়ক হয়ে ওঠার দিনে অশ্বিনই নেন উইনিং স্ট্রোক। শুধু তাই নয়, নিজের মাথা খাটিয়ে আদায় করে নেন ওয়াইড বলে একটি রানও। অশ্বিনের বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করেছেন বিরাট।
ম্যাচের পর বিরাট বলেন, 'যখন শেষ ওভারে জয়ের জন্য ১৫-১৬ রান বাকি থাকে, তখন হিসাব দাঁড়ায় ২ বলে ২ রান করে। এরকম ক্ষেত্রে হয় কেউ রিল্যাক্সড থাকে, নয় কেউ টার্গেট প্রায় পূরণ করে ফেলেছে ভেবে অতিরিক্ত রোমাঞ্চিত হয়ে যায়। এরকম সময়ে দীনেশ কার্তিক আউট হয়ে গেল। আমি অশ্বিনকে বললাম কভারের ওপর দিয়ে খেলতে। কিন্তু অশ্বিন মাথারও ওপর মাথা চালাল। খুব সাহসি পদক্ষেপ নিল। ও লাইনের মধ্যে ঢুকে পড়ল। বলটা হয়ে গেল ওয়াইড। বলটা গ্যাপে খেলে দিল অশ্বিন। আমরা জিতে গেলাম।'
আরও পড়ুন: No-ball Controversy | IND vs PAK: কেন নো বল? আওয়াজ আক্রম-ওয়াকার-শোয়েবদের! মাঠে কিংবদন্তি আম্পায়ার
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। বাঁ-হাতি স্পিনার মহম্মদ নওয়াজকে বল দিয়ে ম্যাচ বার করতে চেয়েছিল পাকিস্তান। নাওয়াজের প্রথম বলেই হার্দিক পাণ্ডিয়া আউট হয়ে যান। এরপরের বলে দীনেশ কার্তিক সিঙ্গল রান নেন। তৃতীয় বলে বিরাট কোহলি স্ট্রাইকে এসে দু'রান চুরি করে নেন। স্বভাবতই চতুর্থ বলে বিরাটই থাকেন স্ট্রাইকে। নওয়াজের হাত থেকে উড়ে আসে একটি হাই ফুল টস বল। কোহলি হুক করে বল ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে ওভার বাউন্ডারিতে চালান করে দেন। সঙ্গে সঙ্গে কোহলি নো বলের দাবি জানান, কোমরের ওপর বল উঠেছিল বলেই অভিযোগ করেন কোহলি। অন-ফিল্ড আম্পায়ার মারায়াস এরাসমাস দেরি করে হলেও ভারতের পক্ষেই রায় দেন। মেনে নেন কোহলির দাবি। বাবর আজমরা প্রতিবাদে গর্জে ওঠেন। ১৩ বলে ৩ রান থেকে ভারতের জেতার জন্য ৩ বলে ৬ টার্গেট হয়ে যায়। বাইতে ভারত তিন রান তুলে নেয়। এরপর পঞ্চম বলে কার্তিক স্টাম্পআউট হন। তারপর ষষ্ঠ বল ওয়াইড হয়। ওয়াইডের পরের বলটি অশ্বিন ফেস করেন। লেগসাইডে স্লাইড করে ভারতকে জিতিয়ে দেন তিনি।