INDvsSL: Shreyas Iyer, Sanju Samson-এর ব্যাটের দাপটে ফের সিরিজ জিতল Rohit Sharma-র Team India
হেলায় ফের একটা সিরিজ জিতল রোহিতের টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজের পর এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধেও অনায়াসে সিরিজ জিতে নিল ভারতীয় দল। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৮৪ রান তাড়া করতে নেমে রোহিত শর্মার দলকে জিততে একেবারেই বেগ পেতে হয়নি। তৃতীয় উইকেটে শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসনের মারমুখী ৮৪ রানের জুটি ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ফলে ১৭.১ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান তুলে সাত উইকেটে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। একইসঙ্গে ২-০ ব্যবধানে এগিয়ে চলতি সিরিজ জিতে নিল 'মেন ইন ব্লু' ব্রিগেড। পাশাপাশি এটা ছিল ভারতীয় দলের ১১তম জয়। ফলে রবিবারের শেষ ম্যাচ স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।
ধরমশালা-র খামখেয়ালি আবহাওয়া ও বৃষ্টির আশঙ্কা শুরু থেকেই ছিল। সেটাই ছিল ভারতের সিরিজ জয়ের মাঝে সবচেয়ে বড় বাধা। তবে বৃষ্টি নয়, বরং দুই দলের ব্যাটাররা পাহাড়ের কনকনে থান্ডায় ওভার বাউন্ডারির বৃষ্টি ঘটালেন। বড় রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিতকে হারায় দল। অধিনায়ক ১ রানে ফিরে যান। এরপর তরুণ ইশান কিষান শুরুটা ভাল করলেও মাথায় বাউন্সার হজম করার পর নিজের মেজাজে ব্যাট ঘোরাতে পারেননি। ১৬ রানে আউট হন ইশান। সেই সময় ভারতের স্কোর ৪৪ রানে ২ উইকেট।
তবে ক্রিজে নেমেই পালটা আক্রমণ শুরু করেন শ্রেয়স ও সঞ্জু। গত ম্যাচে ৫৭ রানে অপরাজিত থাকার পর এ দিন বাইশ গজে আরও বিস্ফোরক মেজাজে তাঁকে দেখা গেল। মাত্র ৪৪ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে মারলেন ৬টি চার ও ৪টি ছয়। তাঁকে যোগ্য সঙ্গত দেন কেরলের সঞ্জু। ২০১৫ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটলেও সঞ্জু এত বছর পরে হাত খুলে ব্যাট করলেন। থামলেন ২৫ বলে ৩৯ রান করে। মারলেন ২টি চার ও ৩টি ছয়। তৃতীয় উইকেটে দুজনের মারমুখী ৮৪ রানের জুটি ম্যাচের রঙ বদলে দিল।
BCCI (@BCCI) February 26, 2022
সঞ্জু যখন ফিরলেন তখন ভারতের স্কোরবোর্ডে দেখা যাচ্ছে ১২৮ রানে ৩ উইকেট। সেখান থেকে আরও আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন রবীন্দ্র জাদেজা। মাত্র ১৮ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত ভাবে মাঠ ছাড়েন জাড্ডু। চোখের পলক না পড়তেই মারলেন ৭টি চার ও ১টি ছয়। ফলে ভারতের ম্যাচ জিততে একেবারেই সমস্যা হল না।
টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে ছিল ভারত। এ দিন জিতলেই রোহিত শর্মাদের সামনে ছিল সিরিজ জয়ের হাতছানি। লখনউয়ে সিরিজের প্রথম ম্যাচে যে একাদশ খেলেছিল, তাঁরাই খেলছেন শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে।
পেস বোলিংয়ের উপযুক্ত পরিবেশ-পরিস্থিতি। যে কারণে টস জিতে পিচের সতেজ ভাব কাজে লাগাতে চেয়েছিল ভারতীয় শিবির। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর রোহিত বলেছিলেন, 'আমরা চাই আমাদের সামনে একটা নির্দিষ্ট রানের লক্ষ্য থাকুক। ম্যাচ যত গড়াবে, ঠাণ্ডা বাড়বে। তবে আমরা তৈরি আছি। হার-জিতের ওপর সব কিছু নির্ভর করে না। আমরা অনেক দিন টানা খেলে চলেছি। ক্রিকেটারেরা চোট আঘাত পাচ্ছে। ক্রিকেটারদের সুস্থতাও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা প্রথম একাদশে থাকা সকলকে পর্যাপ্ত সুযোগ দিতে চাই।'
BCCI (@BCCI) February 26, 2022
ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার ব্যাটের দাপট চলল। দুই ওপেনার মিলে ৮.৪ ওভরে ৬৭ রান তুলে দেন। এরপর রবীন্দ্র জাদেজার বলে দানুষ্কা গুণতিলকা (৩৮) ফিরে যান। পরপর কয়েকটি উইকেট হারালেও শেষ দিকে জ্বলে উঠলেন শনাকা। ২টি চার ও ৫টি ছক্কা মারলেন শ্রীলঙ্কা অধিনায়ক। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। ধর্মশালায় ভারতের সামনে বড় লক্ষ্য দিয়েছিলেন দাসুন শনাকারা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ১৮৩/৫। ওপেনার পাথুম নিসাঙ্কা ৫৩ বলে ১১টি চার মেরে ৭৫ রান করলেন। অধিনায়ক শনাকা মাত্র ১৯ বলে করলেন ৪৭ রান।
কিন্তু এতে লাভ হল না। কারণ ভারতীয় ব্যাটারদের মারমুখী মেজাজে ব্যাট ঘোরানর জন্য এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল ভারত। একইসঙ্গে নেতৃত্ব কাঁধে তুলে নেওয়ার পর এই নিয়ে চারটি সিরিজ জিতলেন 'হিট ম্যান'।
আরও পড়ুন: Wriddhiman Saha: ঋদ্ধিকে বিচার দিতে BCCI-এর কমিটি গঠন, 'ঘরের ছেলে'কে নিয়ে দ্বিধাবিভক্ত ও নীরব সিএবি
আরও পড়ুন: INDvsSL: মোহালির ফাঁকা গ্যালারির সামনে শততম টেস্ট খেলবেন Virat Kohli