ফাইনালে না উঠেও মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিল কলকাতা নাইট রাইডার্স

সোশ্যাল মিডিয়ায় নতুন রেকর্ড করল সদ্য শেষ হওয়া দশম আইপিএল। ম্যাক্সাস মেস একটি সমীক্ষা চালিয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবারের আইপিএল। সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, ২০১৬-র নবম আইপিএলের থেকে সোশ্যাল মিডিয়া প্রায় দ্বিগুন ব্যস্ত থেকেছে দশম আইপিএলের সময়। দশম আইপিএলের সময় প্রায় ১২০ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় (শুধু ইনস্ট্যাগ্রামেই)অ্যাক্টিভ থেকেছেন। শুধু আইপিএল নিয়ে কথোপকথন হয়েছেন ৫০০ মিলিয়ন।

Updated By: May 26, 2017, 02:29 PM IST
ফাইনালে না উঠেও মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিল কলকাতা নাইট রাইডার্স

ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নতুন রেকর্ড করল সদ্য শেষ হওয়া দশম আইপিএল। ম্যাক্সাস মেস একটি সমীক্ষা চালিয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবারের আইপিএল। সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, ২০১৬-র নবম আইপিএলের থেকে সোশ্যাল মিডিয়া প্রায় দ্বিগুন ব্যস্ত থেকেছে দশম আইপিএলের সময়। দশম আইপিএলের সময় প্রায় ১২০ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় (শুধু ইনস্ট্যাগ্রামেই)অ্যাক্টিভ থেকেছেন। শুধু আইপিএল নিয়ে কথোপকথন হয়েছেন ৫০০ মিলিয়ন।

আরও পড়ুন একদিনের ক্রিকেটে গর্বের ইতিহাস তৈরি করল বাংলাদেশ

ফাইনাল ম্যাচ নিয়েই সোশ্যাল মিডিয়া সবথেকে ব্যস্ত ছিল এবারের আইপিএলে। প্রায় পাঁচ লক্ষ মতামত ইনস্টগ্রামে দেওয়া হয়েছে শুধু ফাইনালের মুম্বই বনাম পুনে ম্যাচ নিয়েই। তবে, মুম্বই ইন্ডিয়ান্স যতই তৃতীয়বার কাপ জিতে ইতিহাস গড়ুক, সোশ্যাল মিডিয়ায় মোটেই পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্স। সমীক্ষা অনুযায়ী, কিং খানের কলকাতা নাইট রাইডার্সই দশম আইপিএলে ইনস্টাগ্রামে সব থেকে আলোচিত দল। আর ইনস্টাগ্রামে সবথেকে বেশি মানুষ পছন্দ করেছেন বিরাট কোহলিকেই। যতই তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খারাপ পারফরম্যান্স করুক। বিরাটের পরের দুই জনপ্রিয় ক্রিকেটার যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি এবং এবি ডিভিলিয়ার্স। 

আরও পড়ুন  ইংল্যান্ড ভারতীয় ক্রিকেট দল, কিন্তু রোহিত, কেদার এদেশেই

.