IPL 2020: নাইট অধিনায়ক মরগ্যানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর

নিজস্ব প্রতিবেদন: ২০১৭ সালে ইডেন গার্ডেন্সে  মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে আরসিবি-কে মাত্র ৪৯ রানে অলআউট করেছিল কলকাতা নাইট রাইডার্স।  সেই ম্যাচের মধুর প্রতিশোধ বুধবার আবু ধাবিতে নিয়ে ফেললেন বিরাট কোহলির দল। ম্যাচ হেরে মুষড়ে পড়েছেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান। বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক তথা নাইটদের নতুন নেতা ইয়ন মরগ্যানকে কার্যত ধুয়ে দিলেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর।

আরসিবি-র কাছে ম্যাচ হেরে মরগ্যান জানান, "ব্যাটিং বিপর্যয়ের জন্য ডুবতে হল। পরপর চার-পাঁচটা উইকেট পড়ে যাওয়াটা হতাশার। আরসিবি ভালো বোলিং করেছে। তবে আমরা কাউন্টার অ্যাটাক করতে পারতাম!" ফিটনেস সমস্যায় নাকি আন্দ্রে রাসেল খেলতে পারিনি। কিন্তু অফ ফর্মে থাকা রাসেল থাকলে  ম্যাচের গতি প্রকৃতি কতটা বদল হতে পারত জানা নেই কারোর।

২০১৭ সালে ব্যাঙ্গালোরকে ৪৯ রানে অলআউট করার ম্যাচে কেকেআরের নেতৃত্বে ছিলেন গৌতম গম্ভীর। এদিন নাইট অধিনায়কের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেন প্রথম ওভার প্যাট কামিন্সকে দিয়ে বল করানো হল তা কিছুতেই বুঝতে পারছেন না।  লকি ফার্গুসনের মতো বোলার হাতে থাকতে কেন এমনটা করলেন মরগ্যান! ধারাভাষ্যকার গৌতম গম্ভীর মরগ্যানের এ হেন সিদ্ধান্ত বোধগম্য হয়নি। ইয়ন মরগ্যানের মধ্যে সেই আক্রমণাত্মক মানসিকতা দেখেননি প্রাক্তন নাইট অধিনায়ক। ফার্গুসনকে দেরিতে বোলিং করাতে নিয়ে আসা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন তিনি।

আরও পড়ুন - IPL 2020: লজ্জার হার নাইটদের, বিরাট জয় আরসিবি-র

English Title: 
IPL 2020 KKR VS RCB: Gautam Gambhir, furious over World Cup winning captain Eoin Morgan’s strategy
News Source: 
Home Title: 

IPL 2020: নাইট অধিনায়ক মরগ্যানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর

IPL 2020: নাইট অধিনায়ক মরগ্যানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর
Caption: 
ছবি: সংগৃহীত
Yes
Is Blog?: 
No
Section: