IPL 2020: আইপিএলের সেরা একাদশে নেই বিরাট কোহলি!
৫৩ দিনের ক্রিকেট ষজ্ঞ শেষে মরু শহরে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস।
নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগের মাঝে একটা সময় ছিল যখন অনেকের মনেই হয়তো প্রশ্ন ছিল আদৌ কি এবার আইপিএল হবে? করোনা মহামারির মধ্যেও সুষ্ঠুভাবে সম্পন্ন হল আইপিএল।
ক্রোড়পতি লিগ দেশে আয়োজন করতে পারেনি বিসিসিআই। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলির বোর্ড নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নেয় সংযুক্ত আরব আমিরশাহি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় আইপিএলের ১৩ তম সংস্করণ। ১০ নভেম্বর শেষ হল কোভিড-কালের ক্রিকেট উত্সব। ৫৩ দিনের ক্রিকেট ষজ্ঞ শেষে মরু শহরে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস।
মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ানস। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ সালের পর ২০২০ সালেও আইপিএল ট্রফি ঘরে তুলল রোহিত শর্মার দল। আইপিএল শেষ হতেই এবার সেরা একাদশ বেছে নেওয়ার পালা। প্রাক্তন ভারতীয় ওপেনার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর তাঁর আইপিএলের সেরা একাদশ বেছে নিয়েছেন। উল্লেখযোগ্যভাবে তাঁর আইপিএলের সেরা একাদশে রাখেননি বিরাট কোহলিকে। একইভাবে আইপিএলের ফাইনালের আগে এই মরসুমের সেরা একাদশ বেছে নেন সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন কোচ টম মুডি। তাঁর সেরা একাদশেও জায়গা হয়নি বিরাট কোহলির।
সঞ্জয় মঞ্জরেকরের সেরা আইপিএল একাদশ-কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, নিকোলাস পুরান, অক্ষর প্যাটেল, রশিদ খান, জোফ্রা আর্চার, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল জশপ্রীত বুমরাহ।
It's time to select your team of the tournament, here's mine! @IPL #IPL2020
1. S Dhawan - DC
2. KL Rahul - KXIP
3. S Yadav - MI
4. ABD* - RCB
5. I Kishan - MI
6. R Tewatia - RR
7. R Khan* - SRH
8. J Archer* - RR
9. K Rabada* - DC
10. Y Chahal - RCB
11. J Bumrah - MI— Tom Moody (@TomMoodyCricket) November 9, 2020
টম মুডির আইপিএল একাদশ- শিখর ধাওয়ান, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, ইশান কিশান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জোফ্রা আর্চার, কাগিসো রাবাদা, জশপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন- বাইশ গজের লাইভ শো এ বার Amazon-এ