IPL 2020: সঞ্জু স্যামসনের ধামাকাদার ব্যাটিং, তেওটিয়ার দুরন্ত বোলিং, চেন্নাইকে হারাল রাজস্থান রয়্যালস
শারজায় টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাটিং করতে পাঠান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
নিজস্ব প্রতিবেদন: সঞ্জু স্যামসনের ধামাকাদার ব্যাটিং। সঙ্গে স্টিভ স্মিথের হাফ সেঞ্চুরি। তেওটিয়ার দুরন্ত বোলিং। কাজে এল না ফাফ দু প্লেসির ৭২ রানের ইনিংস। আইপিএলের দ্বিতীয় ম্যাচেই হেরে গেল চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস চেন্নাইকে ১৬ রানে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল।
A win in Sharjah gets us off to the perfect start! #RRvCSK | #HallaBol | #RoyalsFamily pic.twitter.com/PR9JFOW4cs
— Rajasthan Royals (@rajasthanroyals) September 22, 2020
২১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেন চেন্নাইয়ের দুই ওপেনার শেন ওয়াটসন এবং মুরলী বিজয়। ওয়াটসন ৩৩ রানে আর বিজয় ২১ রানে আউট হন। স্যাম কুরান ঝোড়ো শুরু করলেও ৬ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। কেদার যাদব ২২ রান করলেন। তিন উইকেট নিয়ে রাজস্থানের আশা জিইয়ে রাখেন তেওতিয়া। একা লড়াই চালিয়ে যান ফাফ দু প্লেসি। ৩৭ বলে ৭২ রান করেন দু প্লেসি। অন্যদিকে ধোনিকে সেই চেনা মেজাজে পাওয়া গেল তবে শেষ লগ্নে। যখন ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গেছে তিনটে লম্বা ছক্কা হাঁকালেন মাহি। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকলেন। ৬ উইকেটে ২০০ রান তোলে চেন্নাই। ১৬ রানে ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস। ৩ উইকেট নিলেন তেওতিয়া।
শারজায় টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাটিং করতে পাঠান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিধ্বংসী মেজাজে শুরু করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। যশস্বী জসওয়াল দ্রুত আউট হলেও সঞ্জু স্যামসন ঝড় তোলেন শারজায়। ৩২ বলে ৭৪ রান করেন তিনি। ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন সঞ্জু। একটা চার আর নটা ছক্কায় সাজানো সঞ্জু স্যামসনের ইনিংস। ১২১ রানের পার্টনারশিপ স্মিথের সঙ্গে। কনকাশন কাটিয়ে মাঠে নেমে স্মিথ ৪৭ বলে ৬৯ রান করেন। আর শেষ দিকে ৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন জোফ্রা আর্চার। চারটে ছক্কা হাঁকান তিনি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে রাজস্থান রয়্যালস। ৩টি উইকেট নেন চেন্নাইয়ের স্যাম কুরান। একটি করে উইকেট নেন পীযুষ চাওলা, লুঙ্গি এনগিডি এবং দীপক চাহার।
আরও পড়ুন - IPL 2020: আমিরশাহিতে আইপিএলের প্রথম ম্যাচেই অনন্য রেকর্ড