IPL 2021: MS Dhoni খেললেন ২০০ আইপিএল ম্য়াচ, কেক কেটে সেলিব্রেট করলেন মাহি, রইল ভিডিও

আইপিএলে ২০০ নম্বর ম্যাচ খেলে ফেললেন এমএস ধোনি। মাইলস্টোন ম্যাচে তাঁর অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস পেল দুর্দান্ত জয়।

Updated By: Apr 17, 2021, 05:58 PM IST
 IPL 2021: MS Dhoni খেললেন ২০০ আইপিএল ম্য়াচ, কেক কেটে সেলিব্রেট করলেন মাহি, রইল ভিডিও

নিজস্ব প্রতিবেদন: আইপিএলে ২০০ নম্বর ম্যাচ খেলে ফেললেন এমএস ধোনি (MS Dhoni)। মাইলস্টোন ম্যাচে তাঁর অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) পেল দুর্দান্ত জয়। ধোনি বাহিনী ৬ উইকেটে পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে এই মরসুমে প্রথম জয়ের মুখ দেখল। ধোনির ২০০ তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন সতীর্থরা। ম্যাচের পর ড্রেসিংরুমে ধোনির জন্য কাটা হল তাঁর প্রিয় চকোলেট কেক। সিএসকে ট্যুইটারে সেই ভিডিও পোস্ট করল। ধোনি কেক কেটে সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের খাইয়ে দিলেন।

আরও পড়ুন: COVID-19: বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারের অবিলম্বে প্রয়োজন Remdesivir! মা-কাকার অবস্থা আশঙ্কাজনক

ধোনির বিশেষ দিনে ট্যুইট করলেন সুরেশ রায়নাও। তিনি লিখলেন, "থালার ২০০ ম্যাচে এটাই ছিল আমাদের ট্রিট। দুর্দান্ত প্রচেষ্টায় এই জয় এসেছে দলের।" রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) পর আইপিএলের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ২০০ ম্যাচ খেললেন মাহি। ঘটনাচক্রে ধোনি চেন্নাইয়ের হয়ে দুই মরসুম বাদে সব মরসুমেই খেলেছেন। ম্যাচ গড়াপেটার অভিযোগে দু'বছর সিএসকে নির্বাসিত ছিল। সেই সময় তিনি রাইজিং পুনে সুপারজায়েন্টের জার্সি গায়ে চাপিয়ে ছিলেন।