IPL 2021: করোনা যুদ্ধে এবার RCB, অক্সিজেন সরবারহ থেকে অর্থনৈতিক সমর্থন, সবটাই করছেন বিরাটরা
রাজস্থান রয়্যালসের পর এবার দেশের করোনা যুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
নিজস্ব প্রতিনিধি: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) পর এবার দেশের করোনা (COVID-19) যুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। কোমর বেঁধেই মাঠে নামেছে বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোং। অক্সিজেন সরবারহ থেকে অর্থনৈতিক সমর্থন, সবটাই করবে আরসিবি। এখানেই শেষ নয়, বিরাট বাহিনী তাঁদের পরের ম্যাচে বিশেষ নীল জার্সি পরে মাঠে নামছেন। দেশ জুড়ে ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মানার্থে এমন সিদ্ধান্ত বিরাটদের। এই বিশেষ নীল জার্সিতে দলের সকল ক্রিকেটাররা সই করবেন। সেই জার্সি উঠবে নিলামে। নিলাম থেকে সংগৃহীত অর্থ আরসিবি দেশের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবহার করবে।
রবিবার আরসিবি একটি ভিডিও টুইট করেছে। সেখানে কোহলি বলছেন, " এই পরিস্থিতিতে আরসিবি গুরুত্বপূর্ণ দিকগুলো চিহ্ণিত করেছে। স্বাস্থ্য পরিকাঠামোয় অবিলম্বে সাহায্য প্রয়োজন। অক্সিজেন সরবরাহ থেকে অর্থনৈতিক সমর্থন, সবটাই আমরা করব। আরসিবি একটি বিশেষ নীল জার্সি পরবে আসন্ন ম্যাচগুলিতে। ম্যাচ কিটেও থাকবে বার্তা। ফ্রন্টলাইন কর্মীরা গত বছরের অধিকাংশ সময়টা পিপিই কিট পরে মহামারির সঙ্গে লড়াই করেছেন। তাঁদের আমরা বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছি। সকল প্লেয়ারদের সই করা জার্সি আমরা নিলাম করে অর্থনৈতিক সাহায্য করব স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য।"
RCB has identified key areas where much needed help is required immediately in healthcare infrastructure related to Oxygen support in Bangalore and other cities, and will be making a financial contribution towards this. pic.twitter.com/jS5ndZR8dt
(@RCBTweets) May 2, 2021
This season RCB is going to be sporting a special Blue jersey in 1 of the upcoming matches with key messaging on the match kit to pay our respect & show solidarity to all the front line heroes who have spent last year wearing PPE kits & leading the fight against the pandemic. pic.twitter.com/HUOAL12VVy
(@RCBTweets) May 2, 2021
RCB will also auction all the signed player jerseys from this game to raise money and add to our earlier financial contribution supporting healthcare infrastructure related to oxygen support.#PlayBold #WeAreChallengers #IPL2021 #1Team1Fight pic.twitter.com/Apn1RgAbjT
(@RCBTweets) May 2, 2021
এর আগে রাজস্থান রয়্যালস ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট-এর (BAT) সঙ্গে জুটি বেঁধে ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদাল দিয়েছিল। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭.৫ কোটি টাকা। আইপিএলের (IPL 2021) প্রথম দল হিসাবে করোনা যুদ্ধে এভাবে এগিয়ে এসেছিল সঞ্জু স্যামসন অ্যান্ড কোং। তারা জানিয়েছিল যে, দলের মালিক থেকে প্লেয়ার ও ম্যানেজমেন্ট সকলেই এই অনুদানে অবদান রেখেছেন।