IPL 2022, DCvsLSG: দুরন্ত Quinton de Kock-Ravi Bishnoi, Delhi-কে ছয় উইকেটে হারাল Lucknow

এই জয়ের সঙ্গে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল লখনউ।   

Updated By: Apr 7, 2022, 11:50 PM IST
IPL 2022, DCvsLSG: দুরন্ত Quinton de Kock-Ravi Bishnoi, Delhi-কে ছয় উইকেটে হারাল Lucknow
মারমুখী মেজাজে অর্ধ শতরান করে জয়ের ভিত গড়লেন কুইন্টন ডি কক। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: প্রথমে রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) লেগ স্পিনের ছোবল ও পরে রান তাড়া করতে নেমে কুইন্টন ডি ককের (Quinton de Kock) মারমুখী ইনিংসের উপর ভর করে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ছয় উইকেটে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants)। এই দুজন কে এল রাহুলের (KL Rahul) দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করলেও, ম্যাচের সেরা প্রাপ্তি কিন্তু হতে পারত অন্য একটা ছবি। একদা দুই 'শত্রু' ও এ বাররে আইপিএল-এর (IPL 2022) সুবাদে বর্তমানে এক দলে খেলা ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) ও দীপক হুডার (Deepak Hooda) ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন। কিন্তু সেটা হল না। জয়ের দোরগোড়ায় এসে আউট হলেন দীপক। যদিও চাপে চুপসে যাননি ক্রুনাল ও নতুন 'সেনসেশন' আয়ুশ বাদোনি। মাত্র দুই বল বাকি থাকতে দলকে জিতিয়ে দিলেন। আর জয়ের সঙ্গে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল লখনউ। 

১৫০ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিল লখনউ। দুই ওপেনার কেএল রাহুল এবং কুইন্টন ডি'কক ৭৩ রান যোগ করেন। ২৫ বলে ২৪ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন রাহুল। তিনি ফিরে গেলেও দলকে এগিয়ে নিয়ে যান ডি'কক। ৫২ বলে ৮০ রান করেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার। তাঁকেও ফিরিয়ে দেন কুলদীপ। ললিত যাদব আউট করলেন এভিন লুইসকে। তাঁর ক্যাচ নিলেন কুলদীপ। তবে শেষরক্ষা হল না। দীপক ম্যাচ জয়ের কিছু আগে আউট হলেও, বাকি কাজ সারলেন ক্রুনাল ও আয়ুশ। 

প্রথমে তারকা ওপেনার পৃথ্বী শাহ (Prithvi Shaw) যে ভাবে ইনিংসের শুরুটা করেছিলেন, তাতে মনে হচ্ছিল হয়তো ২০০ পেরিয়ে যাবে দিল্লি। কিন্তু তিনি ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আরও দু’টি উইকেট হারিয়ে যে ধাক্কা খেয়েছিল দল। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি। ফলে ৩ উইকেটে ১৪৯ রানে আটকে গেল পন্থের দল। 

Ravi Bishnoi

পৃথ্বী মাত্র ৩৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংস নয়টি চার ও দুটি ছয় দিয়ে সাজানো ছিল। এ দিকে প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যর্থ হলেন আর এক ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। ১২ বলে মাত্র ৪ রান করেন তিনি। রভম্যান পাওয়েল (Rovman Powell) তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১০ বলে মাত্র ৩ রান করেন। ফলে ৭৪ রানে ৩ উইকেট খুইয়ে বসে দিল্লি। এরপর দলের হাল ধরেন পন্থ। তিনি সরফরাজ খানকে (Sarfaraz Khan) কে ইনিংস গড়তে শুরু করেন। তবে তাঁরা দ্রুত রান তুলতে ব্যর্থ হন। পন্থ ৩৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংস একেবারেই 'পন্থ সুলভ' নয়। সরফরাজ ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন।   

কারণ এই দুই মারকুটে ব্যাটারকে রুখে দেওয়ার কাজ সারেন বিষ্ণোই ও অফ স্পিনার কৃষ্ণাপ্পা গৌতম (Krishnappa Gowtham)। বিষ্ণোই ২২ রানে ২ ও কৃষ্ণাপ্পা ২৩ রানে ১ উইকেট নিলেন। 

আরও পড়ুন: IPL 2022, KKR vs MI: Pat Cummins-এর অবিশ্বাস্য ইনিংসে কে সবচেয়ে অবাক হয়েছিল জানেন?

আরও পড়ুন: IPL 2022, KKRvsMI: KKR-এর Mumbai বধের সাত কারণ, ছবিতে দেখে নিন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.