IPL 2022, Mumbai Indians: লক্ষ্যভেদের উদ্দেশ্য নিয়ে অভিষেক ঘটাবেন Sachin Tendulkar পুত্র Arjun? জবাব দিলেন Mahela Jayawardene
সচিন তেন্ডুলকরের ছেলে অলরাউন্ডার অর্জুনকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে মুম্বই।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল (IPL 2022) থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মার (Rohit Sharma) দল নয় ম্যাচে মাত্র একটি জয় এসেছে। ফলে লিগ টেবিলের একেবারে তলানিতে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। এমন অবস্থায় সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) কি অভিষেক ঘটাতে পারবেন? শুক্রবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে প্রথমবার মাঠে নামতে পারবেন এই কিংবদন্তির ছেলে? সাংবাদিক সম্মেলনে জবাব দিলেন দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)।
Mumbai Indians (@mipaltan) May 6, 2022
অর্জুনের অভিষেক নিয়ে প্রশ্ন করা হলে মাহেলা জয়বর্ধনে বলেন, “'স্কোয়াডের প্রতিটা ক্রিকেটারের কাছে প্রথম একাদশে খেলার সুযোগ রয়েছে। আমরা দেখব পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ ভিত্তিক। কি করলে আমরা ম্যাচটা জিততে পারব সেটা মাথায় চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বাইশ গুজে সেরা একাদশ খেলানোটাই লক্ষ্য। অর্জুন যদি তাদের মধ্যে একজন হয় তবে ও নিশ্চয় প্রথম একাদশে খেলবে।“
Mumbai Indians (@mipaltan) May 5, 2022
অলরাউন্ডার অর্জুনকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে মুম্বই। চলতি মরশুমে মুম্বই তাদের প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দলের বিরুদ্ধে। এমন অবস্থায় শুক্রবার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই। সেই ম্যাচে কি অর্জুন মাঠে নামবেন? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।
আরও পড়ুন: Covid-19 crisis, Asian Games 2022: চিনে বাড়ছে মারণ ভাইরাসের থাবা, ২০২৩ পর্যন্ত স্থগিত এশিয়ান গেমস