IPL 2022: কবে CSK-এর হয়ে মাঠে নামবেন ১৪ কোটির Deepak Chahar? জানতে পড়ুন
অক্টোবরে অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার কথা মাথায় রেখে এখন অস্ত্রোপচার করাতে চাইছেন না তিনি।
নিজস্ব প্রতিবেদন: সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের মাঝামাঝি ফের চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে মাঠে নামতে পারেন দীপক চাহার (Deepak Chahar)। সুত্র মারফত এমনটাই জানা গিয়েছে। তবে শুরু থেকে এই জোরে বোলারের সার্ভিস না পাওয়ার জন্য মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সিএসকে (CSK) যে চাপে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ২৬ মার্চ শুরু হচ্ছে আইপিএল (IPL 2022)। উদ্বোধনী ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হবে গত মরসুমের বিজয়ী চেন্নাই।
হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু দীপক। সেইজন্য তিনি ক্রোড়পতি লিগের শুরু থেকে তিনি খেলতে পারবেন না। সেটা আগেই বোঝা গিয়েছিল। তবে জানা গিয়েছে যে, এই মুহূর্তে অস্ত্রোপচার হবে না তাঁর। অক্টোবরে অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার কথা মাথায় রেখে এখন অস্ত্রোপচার করাতে চাইছেন না তিনি। তবে শোনা যাচ্ছে আইপিএল-এ খেলতে কোনও সমস্যা হবে না এই বোলারের। চোট পাওয়ার পর থেকে বেঙ্গালুরুতে এনসিএ শিবিরে রয়েছেন দীপক।
মেগা নিলামে ১৪ কোটি টাকায় কিনে ফের দীপককে ঘরে ফেরায় সিএসকে। এরপরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। প্রথমে জানা গিয়েছিল, অস্ত্রোপচার হতে পারে চাহারের। তেমন হলে অনেক বেশি দিন খেলার বাইরে থাকতে হত তাঁকে। তাই এই সময় অস্ত্রোপচার করতে চাইছেন টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান অস্ত্র।
আরও পড়ুন: ICC Player of Month: বড় পুরস্কারের অপেক্ষায় Shreyas Iyer, Mithali Raj, Deepti
আরও পড়ুন: INDvsPAK: হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক ক্রিকেট অস্ট্রেলিয়া