IPL 2022: ৮ মার্চের মধ্যে ১০ দল মুম্বইতে! বাবলে প্রবেশের আগে ৩-৫ দিনের কোয়ারেন্টাইন

মুম্বই সরকারের সঙ্গে বৈঠক করল বিসিসিআই।

Updated By: Mar 2, 2022, 05:28 PM IST
IPL 2022: ৮ মার্চের মধ্যে ১০ দল মুম্বইতে! বাবলে প্রবেশের আগে ৩-৫ দিনের কোয়ারেন্টাইন
মুম্বই রিলায়েন্স কর্পোরেট পার্ক। ছবি সৌজন্যে: মুম্বই ইন্ডিয়ান্স

নিজস্ব প্রতিবেদন: দরজায় কড়া নাড়ছে ১৫ তম ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (IPL 2022)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ, আইপিএল এবার ভারতেই অনুষ্ঠিত হবে। 'ক্রোড়পতি লিগ' জেতার লড়াইয়ে এবার ১০ দল। আইপিএল শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হবে। লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ রাখা হয়েছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই এবং পুণেতে।

বুধবার মহারাষ্ট্র সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই-এর অস্থায়ী সিইও হেমং আমিন। ছিলেন আদিত্য় ঠাকরে ও একনাথ শিণ্ডে ও এমসিএ-র একাধিক আধিকারিক। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১৪-১৫ মার্চের মধ্যে ১০ দলের প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা ৮ মার্চের মধ্যে ১০ দল মুম্বইতে চলে আসবে। এমনটাই খবর সংবাদ সংস্থা এএনআই-এর। জানা গিয়েছে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মুম্বইতে পা রাখতে হবে হাতে ৪৮ ঘণ্টা আগের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নিয়ে। এরপর ৩-৫ দিনের কঠোর নিভূতবাসের পরেই নিজস্ব বায়ো বাবলে প্রবেশ করতে হবে। হোটেলে কোয়ারেন্টিনে থাকাকালী প্রথম, তৃতীয় ও শেষ দিন আরটি-পিসিআর পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ আসলেই বায়ো বাবলে ঢোকার অনুমতি মিলবে। মহারাষ্ট্রের মোট পাঁচটি ভেন্যুতে অনুশীলন হবে বলেই স্থির হয়েছে। থানের এমসিএ গ্রাউন্ড ও নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্ক তার মধ্য়ে দু'টি। হোটেল থেকে প্র্যাকটিস ভেন্যু যাওয়ার জন্য গ্রিন করিডর করা হবে, যাতে বায়ো বাবল সুরক্ষা অক্ষত থাকে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ২০টি ম্যাচ হবে। ১৫টি ম্যাচ হবে মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, CCI)। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) ২০টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে (MCA International Stadium) হবে ১৫টি ম্যাচ। প্রতিটি দল ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলবে ৪টি করে ম্যাচ। ৩টি করে ম্যাচ খেলবে ব্রাবোর্ন ও এমসিএ স্টেডিয়ামে। ১০টি দল ৭০টি লিগ ম্যাচের মধ্যে ১৪টি করে ম্যাচ (৭টি হোম ও ৭টি অ্যাওয়ে ভিত্তিতে) খেলবে। এরপর ৪টি প্লেঅফ ম্যাচ থাকবে। প্রতিটি দল ৫টি দলের সঙ্গে দু'বার করে খেলবে। বাকি ৪টি দল ২টি হোম ও ২টি অ্যাওয়ে ম্যাচ খেলবে।

১০ দলকে ভাগ করা হয়েছে দু'টি গ্রুপে, দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন টিম রয়েছে:

গ্রুপ এ:  মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)

গ্রুপ বি: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrises Hyderabad), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), পঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)

আরও পড়ুন: PAK VS AUS: রাওয়ালপিণ্ডির 'ঘাসশূন্য' পিচ! 'রোড সাইন' বসিয়ে অজি সম্প্রচারকারী সংস্থার মিম

আরও পড়ুনICC T20I Rankings: প্রথম দশে ঠাঁই পেলেন না Virat Kohli! অনেকটা এগিয়ে গেলেন Shreyas Iyer

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.