ইডেনের পিচে প্রবীরের ইনিংস শেষ, নামছেন সঙ্কর্ষণ

ভারত-পাকিস্তান ম্যাচই শেষ ম্যাচ হতে চলেছে ইডেনের পিচ কিউরেটর প্রবীর মুখার্জির। ইতিমধ্যেই প্রবীর মুখার্জির উত্তরসূরীও প্রায় ঠিক করে ফেলেছে সিএবি। দৌড়ে অনেকটাই এগিয়ে সঙ্কর্ষণ পাল। হর্টি কালচারের এই মেধাবী ছাত্রকে তিন বছর ধরে পিচ তৈরির কাজ শেখাচ্ছেন প্রবীরবাবু নিজেই। প্রাক্তন ক্রিকেটার মলয় ব্যানার্জি কয়েকজন কর্তার পছন্দ হলেও সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ইচ্ছা সঙ্কর্ষণ মত ছেলেরা আগামীদিনে ইডেন পিচের তৈরির হাল ধরুন।

Updated By: Dec 20, 2012, 11:14 PM IST

ভারত-পাকিস্তান ম্যাচই শেষ ম্যাচ হতে চলেছে ইডেনের পিচ কিউরেটর প্রবীর মুখার্জির। ইতিমধ্যেই প্রবীর মুখার্জির উত্তরসূরীও প্রায় ঠিক করে ফেলেছে সিএবি। দৌড়ে অনেকটাই এগিয়ে সঙ্কর্ষণ পাল। হর্টি কালচারের এই মেধাবী ছাত্রকে তিন বছর ধরে পিচ তৈরির কাজ শেখাচ্ছেন প্রবীরবাবু নিজেই। প্রাক্তন ক্রিকেটার মলয় ব্যানার্জি কয়েকজন কর্তার পছন্দ হলেও সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ইচ্ছা সঙ্কর্ষণ মত ছেলেরা আগামীদিনে ইডেন পিচের তৈরির হাল ধরুন।
এবছরের জুন মাসে বিসিসিআই-এর পিচ কিউরেটরের পরীক্ষায় তাঁকে পাঠানোরও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সিএবি। সেই পরীক্ষায় বসবেন গতবছরে অকৃতকার্য হওয়া মলয় ব্যানার্জিও। এদিকে সঙ্কর্ষণ দামী চাকরীর প্রলোভন উপেক্ষা করে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত। তিনি জানিয়েছেন দায়িত্ব পেলে গুরু প্রবীর মুখার্জির পথেই এগোতে চান।

.