IPL 2021: 'এবার সময় কীভাবে কাটবে!' টুর্নামেন্ট স্থগিত হতেই ফ্যানেদের মিম বন্যা
ফ্যানেরা এবার টুইটারে খেলতে শুরু করে দিলেন। মজাদার সব মিম বানিয়ে মনের অবস্থা তুলে ধরলেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: করোনার (COVID-19) ধাক্কায় এই অনির্দিষ্ট কালের জন্য এই মরসুমে আইপিএল (IPL 2021) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। চলতি মাসে আর কোনও ভাবেই আইপিএলের প্রত্যাবর্তন সম্ভব নয়। সূত্রের খবর পরের উইন্ডোতে ফিরতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্যাঞ্চাইজি লিগ। করোনা বিধ্বস্ত ভারতে প্রতিদিনের মৃত্যুমিছিলে যে শোকের আবহাওয়া তৈরি হয়েছে, সেখানে আইপিএল ছিল অনেকর কাছেই বিনোদনের এক মাত্র পথ। ফলে সেই রাস্তাও বন্ধ হতে অনেকেরই মন ভেঙেছে। তবে ফ্যানেরা এবার টুইটারে খেলতে শুরু করে দিলেন। মজাদার সব মিম বানিয়ে মনের অবস্থা তুলে ধরলেন তাঁরা।
IPL fans after IPL 2021 got suspended #IPL2021 pic.twitter.com/Md5FnzqtGm
(@socialparindaa) May 4, 2021
IPL suspended #IPL2021
Time kese nikaaluga..... pic.twitter.com/jicPWSwecw(@RokadJainik) May 4, 2021
Rcb fans reaction be like when they hear ipl is suspended pic.twitter.com/SvLPp2ZOYb
(@trend_pawan) May 4, 2021
IPL fans to BCCI : pic.twitter.com/EbAPei5KdB
(@SakshiNegi_7) May 4, 2021
IPL suspended*
Me to Dream 11 app :#iplcancel #IPL2021 pic.twitter.com/lube4CrIL1
(@kaaleen_bhaiya) May 4, 2021
আরও পড়ুন: COVID-19 হানায় স্থগিত হয়ে গেল এই মরসুমের IPL 2021
আইপিএলের সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং ভাল থাকার কথা চিন্তা করেই করোনা আবহে ইভেন্ট স্থগিত রাখছে বিসিসিআই। এমনটাই আইপিএল থেকে মেইল মারফত জানিয়ে দেওয়া হয়েছে। আইপিএলে শুধু দেশেরই নয়, বিদেশেরও একাধিক প্লেয়ার, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকার রয়েছেন। তাঁরা নিজেদের দেশ ছেড়ে ভারতে এসেছেন। আইপিএলের সঙ্গে যুক্ত সকলকে নিরাপদে নিজেদের ঘরে ফেরানোর দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন মেইলে বিসিসিআই লিখে দিয়েছে, নিশ্চিন্তে ও নিরাপদে সকলকে ঘরে ফেরানোর সবরকম চেষ্টা করবে তারা।