MS Dhoni | CSK vs GT: খেলা বন্ধ ছিল পাক্কা চার মিনিট, কিন্তু কেন? এটা কি মাহির মাস্টারমাইন্ড!

Did MS Dhoni Intentionally Stall Play For 4 Minutes To Get Matheesha Pathirana Bowl: এমএস ধোনি আছেন এমএস ধোনিতেই, তাঁর মাথা কাজ করে সুপার কম্পিউটারের মতো। কোয়ালিফায়ার ওয়ানেও মাহি বুঝিয়ে দিলেন যে, বুদ্ধিতেই তিনি বারবার মাত করবেন প্রতিপক্ষকে।  

Updated By: May 24, 2023, 01:34 PM IST
MS Dhoni | CSK vs GT: খেলা বন্ধ ছিল পাক্কা চার মিনিট, কিন্তু কেন? এটা কি মাহির মাস্টারমাইন্ড!
ধোনি দেখিয়ে দিলেন তাঁর মাথা কোন পর্যায়ের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চারবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) মুখোমুখি হয়েছিল প্লেঅফের প্রথম কোয়ালিফায়ারে (CSK vs GT, Highlights, IPL 2023 Qualifier 1)। এমএস ধোনির (MS Dhoni) 'ইয়েলো আর্মি' হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) জিটি-কে ১৫ রানে হারিয়ে দশবারের জন্য আইপিএল ফাইনালে চলে গিয়েছে। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) ধোনিরা প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছিল। জবাবে হার্দিক অ্যান্ড কোং ১৫৭ রানে অলআউট হয়ে গিয়েছে, ধোনি আবারও বুঝিয়ে দিয়েছেন যে, অধিনায়কত্ব যদি ব্র্যান্ড হয়। তাহলে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ধোনি এমন একজন অধিনায়ক যিনি ম্যাচের যে কোনও পরিস্থিতিতেই তাঁর মাথায় ছকে ফেলা পরিকল্পনাগুলি এ, বি, সি করে কাজে লাগাবেনই। ঠিক সেই কারণে মাহির মাস্টারমাইন্ড অন্য গ্রহের।

আরও পড়ুন: IPL 2023, Qualifier1, CSK vs GT: ঘরের মাঠ চিপকে ধোনির 'দাদাগিরি', গুজরাতকে হারিয়ে দশমবারের জন্য ফাইনালে সিএসকে

হাইভোল্টেজ ম্যাচে খেলা বন্ধ ছিল পাক্কা চার মিনিট! মনে করা হচ্ছে খেলা থামিয়ে, খেলার গতি কমিয়ে, প্রতিপক্ষকে আরও চাপে ফেলার স্ট্র্যাটেজি ধোনির মাথা থেকেই এসেছিল। গুজরাতের ইনিংসের ১৬ নম্বর ওভারে ধোনি অনফিল্ড আম্পায়ারদের সঙ্গে বিবাদে জড়িয়ে ছিলেন। ধোনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে, মাথিশা পাথিরানা যেন ফের বল করতে পারেন! কারণ 'বেবি মালিঙ্গা' দীর্ঘক্ষণ মাঠের বাইরে থাকায় বল করার যোগ্য ছিলেন না। তবে থালার মাস্টারপ্ল্যানে ছিল যে, ১৬, ১৮ ও ২০ নম্বর ওভার করবেন পাথিরানাই। ধোনি পাথিরানাকে বোলিং করানো নিয়ে টানা চার মিনিট আলোচনায় ব্যস্ত ছিলেন ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে। পাথিরানা ১৬ নম্বর ওভার করতে না পারলেও নির্দিষ্ট কোটার বলই করেছিলেন। গুজরাতের বিজয় শঙ্কর ও রশিদ খান যখন ক্রিজে ছিলেন, তখনই ধোনি এই কাণ্ড ঘটিয়ে ছিলেন। ম্যাচের পর বিজয় বলেন, 'আমার মনে হয় পাথিরানা কিছুক্ষণের জন্য মাঠের বাইরে ছিল, যাতে খেলাটা একটু ধীর হয়ে যায়।' রুতুরাজ গায়কোয়াড় ম্যাচের পর হাসতে হাসতে বলেন, 'আমি তো গিয়েছিলাম গসিপ করতে, কিন্তু কিছুই পেলাম না।' আসলে ধোনি ঠিকই করে নিয়েছিলেন যে, ফাইনালের টিকিট কনফার্ম করা থেকে তাঁকে কেউ রুখতে পারবেন না। ফলে ধোনি তাঁর তুরুপের সব তাসই বার করে নিয়েছিলেন। আর ওভার রেট জরিমানা নিয়ে ধোনি বিন্দুমাত্র ভাবিত ছিলেন না। কারণ আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কের পাখির চোখ শুধুই ট্রফিতে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 
 
 
 

.