Virat Kohli, IPL 2023: ৪৯ বলে অপরাজিত ৮২, আইপিএল-এ অর্ধ শতরানের অনন্য নজির গড়লেন বিরাট

Virat Kohli: চেজমাস্টার বিরাট কোহলি আবারও বুঝিয়ে দিলেন যে, জঙ্গলের রাজা একটাই। তা তিনি নিজেই। ফাফ আউট হওয়ার পর দীনেশ কার্তিক এসেছিলেন ফিনিশিং লাইন পার করাতে। তবে ডিকে খালি হাতে ফিরে যান। যদিও মুম্বই ইন্ডিয়ান্সকে অনায়াসে ৮ উইকেটে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 3, 2023, 04:16 PM IST
Virat Kohli, IPL 2023: ৪৯ বলে অপরাজিত ৮২, আইপিএল-এ অর্ধ শতরানের অনন্য নজির গড়লেন বিরাট
মারমুখী মেজাজে অর্ধ শতরানের পর ব্যাট দেখাচ্ছেন বিরাট কোহলি। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কাঁধ থেকে বোঝা অনেক আগেই নামিয়ে ফেলেছিলেন। তিন বছর পর টেস্টে শতরান করার পর থেকে অনেকটা ফুরফুরে মুডে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আর তাই তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) জার্সি গায়ে চাপিয়ে আইপিএল-এ (IPL 2023) নিজেদের প্রথম ম্যাচেই পুরনো আগ্রাসী মেজাজে দেখা গেল। বাইশ গজের যুদ্ধে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলিংকে কচুকাটা করলেন 'কিং কোহলি' (King Kohli)। 

৪৯ বলে ৮২ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানোর সঙ্গে ক্রোড়পতি লিগের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন মহাতারকা। ভারতীয় ব্যাটারদের মধ্যে আইপিএল-এ সবচেয়ে বেশি ৫০এর বেশি রান করার নজির এখন বিরাটের দখলে। এই মুহূর্তে তাঁর অর্ধ শতরানের সংখ্যা ৪৫, যা ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি। যদিও সবমিলিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ওপেনারের ঝুলিতে রয়েছে ৬০টি অর্ধ শতরান। 

আরও পড়ুন: MS Dhoni, IPL 2023: দুই বছর পর চিপকে নামবে সিএসকে, চোটে নাজেহাল ধোনি কি আদৌ লখনউ-এর বিরুদ্ধে খেলতে পারবেন?

আরও পড়ুন: Virat Kohli and Sunil Chhetri, IPL 2023: বন্ধু বিরাটের সঙ্গে সুনীলের রিইউনিয়ন, অনুশীলনে দারুণ ক্যাচ নিলেন 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'

নতুন রেকর্ড গড়ার পরে অবশ্য দলের কথাই শোনা গেল বিরাটের গলায়। একবারও আইপিএল ট্রফি পায়নি আরসিবি। তবে কিং কোহলি বলেন, "মুম্বই ৫ বার আর চেন্নাই ৪ বার ট্রফি জিতেছে। এই দুই দলকে বাদ দিলে আমরাই সবচেয়ে বেশি বার প্লে অফে খেলেছি। আমাদের ধারাবাহিকতা নিয়ে কোনও সমস্যাই নেই। শুধু লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে।"

তবে আইপিএলে সবচেয়ে বেশি বার ৫০ রানের গণ্ডি পেরনোর রেকর্ড রয়েছে ওয়ার্নারের। মোট ৬০ বার অর্ধ শতরান করেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তার মধ্যে ৪বার শতরান করেছেন তিনি। সবচেয়ে বেশি বার ৫০ রান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট। তৃতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ৪৯টি অর্ধ শতরান করেছেন 'গব্বর'।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.