আপনি গর্ভবতী? অনুষ্কা হেসে বললেন, ‘কিম্ভুতকিমাকার ’

বিরাট-পত্নীর কথায়, “বিয়ে লুকানো যায়, গর্ভবতী হওয়া নয়।”  

Updated By: Dec 5, 2018, 05:12 PM IST
আপনি গর্ভবতী? অনুষ্কা হেসে বললেন, ‘কিম্ভুতকিমাকার ’
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: তিনি গর্ভবতী নন। তাঁর মা হওয়া নিয়ে এতদিন ধরে যে জল্পনা, যে চর্চা, যে আলোচনা হয়ে আসছে এবং এখনও হচ্ছে তার সবই মিথ্যা ও ভিত্তিহীন, সাফ জানালেন অনুষ্কা শর্মা। বিরাট-পত্নীর কথায়, “বিয়ে লুকানো যায়, গর্ভবতী হওয়া নয়।”  

আরও পড়ুন- বিশেষভাবে সক্ষমদের জন্য আসন সংরক্ষণ করল ইডেন গার্ডেনস

রেড চিলিজ প্রযোজিত ‘জিরো’র পর আর কোনও ছবিতে এখনও পর্যন্ত সই করেননি অনুষ্কা, স্রেফ এই তথ্যের পর ভিত্তি করেই অনেকে বলতে শুরু করেন মিসেস কোহলি সন্তানসম্ভবা। ভারতীয় সংবাদ মাধ্যেমে একাধিক খবরও প্রকাশিত হয়। সোশ্যাল মিডিয়াতেও অনুষ্কার ছবি নিয়ে ময়নাতদন্তে বসেন নেটিজেনরা। এতদিনে অনুষ্কার পেটে কত লাল কালির দাগ-ই না পড়েছে। তবে এই সবটাই যে গুজব তা খোলসা করলেন অনুষ্কা নিজেই।

আরও পড়ুন- শূন্য রানে আউট হয়ে অবসর ঘোষণা পাক তারকা মহম্মদ হাফিজের!

এই খবর ‘অর্থহীন’ এবং ‘হাস্যকর’, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বিরাট-পত্নী। কিছুটা বিরক্তি প্রকাশ করেই অনুষ্কা জানিয়েছেন, “ মানুষ যেনতেন প্রকারেণ এই গুজব ছড়িয়ে দেবে। যা একেবারে অপ্রয়োজনীয় এবং ভিত্তিহীন। এটা বোঝা দরকার, একজন তাঁর বিয়ে লুকাতে পারে, গর্ভবতী হওয়া নয়। আমি তো ভেবেই অবাক হই, এমন সব খবর কোথা থেকে আসে, কীভাবেই বা তৈরি হয়।”

 

.