মিলেছে সরকারের অনুমতি, কবে শুরু রোনাল্ডোদের লিগ?

করোনার জেরে গত ৯ মার্চ বন্ধ হয়ে যায় সিরি-এ লিগ।

Updated By: May 29, 2020, 01:52 PM IST
মিলেছে সরকারের অনুমতি, কবে শুরু রোনাল্ডোদের লিগ?

নিজস্ব প্রতিবেদন: বুন্দেশলিগার পর এবার প্রত্যাবর্তনের পথে ইতালির সিরি-এ লিগও। করোনার কারণে তিন মাস বন্ধ থাকার পর ২০ জুন থেকে পুনরায় চালু হতে চলেছে সিরি-এ। তার তিন দিন আগেই শুরু হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগও।

সিরি-এ শুরুর ব্যাপারে বৃহস্পতিবারই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় ইতালির সরকার। ক্রীড়ামন্ত্রী জানান, ২০ জুন থেকে সিরি-এ শুরু করা হবে। সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে করোনা আতঙ্ক কাটিয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ইতালির ক্লাবদলগুলি। বাকি রয়েছে ইটালিয়ান কাপের দুটি সেমি ফাইনালের দ্বিতীয় লেগ এবং ফাইনাল ম্যাচও। সেটির বিষয়ে ভাবনা চিন্তা করছে সে দেশের ফুটবল ফেডারেশন।

করোনার জেরে  গত ৯ মার্চ বন্ধ হয়ে যায় সিরি-এ লিগ। সরকারি অনুমতি নিয়ে এবার ২০ জুন থেকে পুনরায় চালু হয়ে চলেছে  ইতালি প্রিমিয়র ডিভিশন লিগ সিরি-এ। ২৬ রাউন্ড খেলা হয়েছে এখন পর্যন্ত সিরি-এ তে। বাকি রয়েছে ১২ রাউন্ড খেলা।লিগ বন্ধ হওয়ার সময়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল জুভেন্টাস। এক পয়েন্ট কম নিয়ে রোনাল্ডোদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লাজিও।

 

আরও পড়ুন - এবছর IPL হবে! আশাবাদী কুম্বলে-লক্ষ্মণ

 

.