India vs New Zealand: কিউয়িদের বিরুদ্ধে টেস্টে ভারতের এই ৪ তারকা সম্ভবত বিশ্রামে!

বিসিসিআই চাইছে তার আগে যেন ক্রিকেটারদের বায়ো বাবল ক্লান্তি গ্রাস না করে। 

Updated By: Nov 11, 2021, 01:03 PM IST
India vs New Zealand: কিউয়িদের বিরুদ্ধে টেস্টে ভারতের এই ৪ তারকা সম্ভবত বিশ্রামে!
ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্য়াচে বিশ্রামে এই চার

নিজস্ব প্রতিবেদন: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষ করেই ভারতে আসছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তিনটি টি-২০ ও জোড়া টেস্টের সিরিজ খেলতে এই দেশে পা রাখছে কিউয়িরা। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে, টেস্ট সিরিজে দলের কয়েকজন প্রথমসারির ক্রিকেটারদেরকে তারা বিশ্রামে পাঠাবে। চলতি বছর শেষের দিকে ভারত মাল্টি ফর্ম্যাটের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে। বিসিসিআই চাইছে তার আগে যেন ক্রিকেটারদের বায়ো বাবল ক্লান্তি (bio-bubble fatigue) গ্রাস না করে। 

আরও পড়ুন: INDvsNZ: বিশ্রামে Virat! প্রত্যাশা মতোই ভারতের টি-টোয়েন্টি দলের পূর্ণ দায়িত্ব পেলেন Rohit Sharma

জানা যাচ্ছে তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ শামি (Mohammed Shami) ও শার্দূল ঠাকুর (Shardul Thakur) বিশ্রামে থাকবেন। সম্ভবত তারকা ব্যাটার-উইকেটকিপার ঋষভ পন্থকেও (Rishabh Pant) নাও খেলাতে পারে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। টেস্টের দল এখনও ঘোষণা হয়নি।  বুমরা-শামি-শার্দূলকে বাদ দিয়েই টি-২০ সিরিজের ১৬ সদস্যের দল বেছে নিয়েছে ভারত। পন্থ খেলছেন। কিন্তু তিনিও সেই জুনে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship Final) থেকে টানা ত্রিকেটের মধ্যে রয়েছেন। ফলে পন্থকে চাঙ্গা রাখতে চাইছে টিম। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে টি-২০ সিরিজে কোহলিকে বিশ্রাম দিয়েছে টিম। এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও খেলবেন না তিনি। দ্বিতীয় টেস্টে তিন ফের দায়িত্ব নেবেন। কোহলির পরিবর্তে রোহিত শর্মা বা অজিঙ্কা রাহানে স্ট্যান্ড-ইন অধিনায়ক হতে পারেন।
  
ভারত-নিউজিল্যান্ড ম্য়াচের সূচি

প্রথম টি-২০: ১৭ নভেম্বর, বুধবার (জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে)
দ্বিতীয় টি-২০: ১৯ নভেম্বর, শুক্রবার (রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে)
তৃতীয় টি-২০: ২১ নভেম্বর, রবিবার (কলকাতার ইডেন গার্ডন্সে)

প্রথম টেস্ট: ২৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ২৯ নভেম্বর (সোমবার), খেলা কানপুরের গ্রিন পার্কে
দ্বিতীয় টেস্ট: ৩ ডিসেম্বর (শুক্রবার) থেকে ৭ ডিসেম্বর (মঙ্গলবার), খেলা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

(টি-২০ ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা থেকে, টেস্ট শুরু সকাল ৯টা ৩০ মিনিট থেকে)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.