পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে মোদীকে কুতসিত্ মন্তব্য! আফ্রিদিকে ধুয়ে দিলেন গম্ভীর

প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে ফের তেলে-বেগুনে জ্বলে উঠলেন গম্ভীর।

Updated By: May 17, 2020, 08:05 PM IST
পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে মোদীকে কুতসিত্ মন্তব্য! আফ্রিদিকে ধুয়ে দিলেন গম্ভীর

নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষ করেন শাহিদ আফ্রিদি। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে আফ্রিদি বলছেন, মোদীর মস্তিষ্ক নাকি করোনার থেকেও ক্ষতিকারক! এরপর পাক অলরাউন্ডারকে একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।

গম্ভীরের সঙ্গে আফ্রিদির দ্বৈরথ নতুন নয়। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে ফের তেলে-বেগুনে জ্বলে উঠলেন গম্ভীর।

তিনি বলেন, "পাকিস্তানের কুড়ি কোটি মানুষকে পাহারা দিচ্ছেন ৭ লক্ষ সেনা, এমনটা বলেছে ১৬ বছর বয়সী মানুষ শাহিদ আফ্রিদি। তার পরেও ৭০ বছর ধরে কাশ্মীর ভিক্ষে করে যাচ্ছে। ইমরান, আফ্রিদির মতো জোকাররা ভারতের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী মোদাীর নামে বিষ ছড়িয়ে যাচ্ছে এমনকী পাকিস্তানের মানুষজনকে বোকা বানিয়ে যাচ্ছে। তবে ওরা কাশ্মীর পাবে না। বাংলাদেশের যুদ্ধের কথা মনে আছে তো! "

আরও পড়ুন - পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে মোদীকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন শাহিদ আফ্রিদি

.