আজ আইপিএল কেলেঙ্কারির রায় ঘোষণা লোধা কমিটির
আইপিএল ফিক্সিং নিয়ে আজ রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিশন। আজই জানা যাবে, দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ভাগ্যে কী আছে। স্পষ্ট হয়ে যাবে, মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাদের আইপিএল কেরিয়ারের কী হতে চলেছে। জানা যাবে, গুরুনাথ ময়াপ্পন ও রাজ কুন্দ্রার শাস্তির পরিমাণও।
ব্যুরো: আইপিএল ফিক্সিং নিয়ে আজ রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিশন। আজই জানা যাবে, দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ভাগ্যে কী আছে। স্পষ্ট হয়ে যাবে, মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাদের আইপিএল কেরিয়ারের কী হতে চলেছে। জানা যাবে, গুরুনাথ ময়াপ্পন ও রাজ কুন্দ্রার শাস্তির পরিমাণও।
সূত্রের খবর, কড়া শাস্তির বিধানই অপেক্ষা করে আছে দুই ফ্র্যাঞ্চাইজির জন্য। যদি বরাবরের মতো সিএসকে এবং রাজস্থান রয়্যালসকে ছেঁটে ফেলা হয়, তবে নিজেদের আইপিএল কেরিয়ার নিয়ে নতুন করে ভাবতে হবে ধোনি-রায়না-অজিঙ্ক রাহানেদের।