সাইনা বেশি প্রচার পান, জোয়ালার বোমা

অলিম্পিকে সাফল্যের পর সাইনা নেহওয়ালের গুনমুগ্ধের সংখ্যা যত বাড়ছে, তেমনই বাড়ছে বিরোধীর সংখ্যাও।এবার তাঁর সঙ্গে জোয়ালা গুট্টার বিভেদ প্রকাশ্যেই চলে এল। সাইনার উপর প্রচার মাধ্যমের যাবতীয় আলোকে মেনে নিতে নারাজ গুট্টার দাবি,  শুধুমাত্র সাইনাই পরিশ্রম করেননি। কুড়ি বছর ধরে তিনিও পরিশ্রম করেছেন এবং সাফল্য পেয়েছেন।

Updated By: Nov 14, 2012, 08:53 PM IST

অলিম্পিকে সাফল্যের পর সাইনা নেহওয়ালের গুনমুগ্ধের সংখ্যা যত বাড়ছে, তেমনই বাড়ছে বিরোধীর সংখ্যাও।এবার তাঁর সঙ্গে জোয়ালা গুট্টার বিভেদ প্রকাশ্যেই চলে এল। সাইনার উপর প্রচার মাধ্যমের যাবতীয় আলোকে মেনে নিতে নারাজ গুট্টার দাবি,  শুধুমাত্র সাইনাই পরিশ্রম করেননি। কুড়ি বছর ধরে তিনিও পরিশ্রম করেছেন এবং সাফল্য পেয়েছেন। কিন্তু যোগ্য স্বীকৃতি পাননি । সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থাকে একহাত নিয়ে তিনি জানিয়েছেন তাঁর এবং বেশ কয়েকজন খেলোয়াড়দের সঙ্গে সত্ মেয়ের মত আচরণ করা হয়।

.